তোমার জন্য একবার হিটলার হতে পারি!
হতে পারি মুসোলিনি, তৈমুর, চেঙ্গিস!
হতে পারি নির্মম নৃশংস আগ্রাসন এই বর্জ্যস্তুপ-
সমাজের প্রতি ও তার কীটদংষ্ট মানুষের আস্ফালনে-
মারণ মহামারী, অভেদ্য শোণিত উষ্ণীষ-
আমার শিরোভূষণ হবে তোমাকে পাবার দিনে
হয়ত ভুলুন্ঠিত হবে কৃতকর্মের দোষে!
তারপরও অত্যন্ত ক্রুর হয়ে তোমাকে চাই!
দু চার দশটা হিরোশিমা নাগাসাকি নিপাত যাবে তো যাক!
কঠিন বক্র হেসে- আমি তবু তোমাকে চাই!
পুড়ে খাক- সভ্যতার সতেজ মাংস আর তপ্ত রক্তনালী
আমার ক্যানাইন দাঁতে থাকুক নবনৃসিংহ রূপ
চাই তুমি ভয়ার্তা হও, কেঁপে ওঠ নেপালের মত,
আমার স্বপ্ন সব গুঁড়েবালি-
হবার আগেই আমি তোমাকে চাই!
অনতিবিলম্বে চাই!
তোমার জন্য আমি দাবানল হতে পারি,
হতে পারি টাইফুন, রিখটার স্কেল দশ বারো-
অথবা তদুর্দ্ধ মাত্রা ভেঙে বিকট কম্পন-
ধরণীর ধবল গাত্রে অনেক ক্ষুব্ধ হয়ে!
গভীর রাত্রে কাঁদুক ত্রাসের শিশু ক্ষুধাতুর-
আশা নিয়ে গোপন অন্ত্রে, কাঁদুক শিশুর পিতা
নেড়ি কুত্তার মত পথে পথে ঘুরে, মনস্তাপ বয়ে
নিকৃষ্ট ক্ষণভঙ্গুর কোন গণতন্ত্রের বাণী উপজীব্য করে
অবারিত লুন্ঠন আর মিথ্যে কথা-
যেখানে গড়েছে সিংহাসন সেখানে কাঁদুক সবাই।
আমি কাঁদতে চাইনা।
আমি শুধু তোমাকে চাই।
অত্যন্ত জঘন্যভাবে চাই!
দুনিয়া তলিয়ে যাক সুনামির নিচে!
আমি 'আর্ক অফ নোয়া' হব,
আমি হব যে কোন কিছু তোমার জন্য।
নগন্য হব দাসের মত যদি তুমি চাও,
রাজচক্রবর্তী হতেই পারি, অলক্ষেন্দ্র হব
মেসিডোনিয়ার ডানা ছিঁড়ে প্রেমের অন্ধকারে
যদি তুমি চাও, প্রচন্ড বর্বর হয়ে আমি চেতনা হারাই
দেশে দেশে স্নান করি রক্তধারায়-
তবুও নির্দ্বিধায় দুহাত মেলে আমি তোমাকে চাই!
সমূলে বিনষ্ট হয়ে শুধু তোমাকে চাই!
১৮-৬-১৫
হতে পারি মুসোলিনি, তৈমুর, চেঙ্গিস!
হতে পারি নির্মম নৃশংস আগ্রাসন এই বর্জ্যস্তুপ-
সমাজের প্রতি ও তার কীটদংষ্ট মানুষের আস্ফালনে-
মারণ মহামারী, অভেদ্য শোণিত উষ্ণীষ-
আমার শিরোভূষণ হবে তোমাকে পাবার দিনে
হয়ত ভুলুন্ঠিত হবে কৃতকর্মের দোষে!
তারপরও অত্যন্ত ক্রুর হয়ে তোমাকে চাই!
দু চার দশটা হিরোশিমা নাগাসাকি নিপাত যাবে তো যাক!
কঠিন বক্র হেসে- আমি তবু তোমাকে চাই!
পুড়ে খাক- সভ্যতার সতেজ মাংস আর তপ্ত রক্তনালী
আমার ক্যানাইন দাঁতে থাকুক নবনৃসিংহ রূপ
চাই তুমি ভয়ার্তা হও, কেঁপে ওঠ নেপালের মত,
আমার স্বপ্ন সব গুঁড়েবালি-
হবার আগেই আমি তোমাকে চাই!
অনতিবিলম্বে চাই!
তোমার জন্য আমি দাবানল হতে পারি,
হতে পারি টাইফুন, রিখটার স্কেল দশ বারো-
অথবা তদুর্দ্ধ মাত্রা ভেঙে বিকট কম্পন-
ধরণীর ধবল গাত্রে অনেক ক্ষুব্ধ হয়ে!
গভীর রাত্রে কাঁদুক ত্রাসের শিশু ক্ষুধাতুর-
আশা নিয়ে গোপন অন্ত্রে, কাঁদুক শিশুর পিতা
নেড়ি কুত্তার মত পথে পথে ঘুরে, মনস্তাপ বয়ে
নিকৃষ্ট ক্ষণভঙ্গুর কোন গণতন্ত্রের বাণী উপজীব্য করে
অবারিত লুন্ঠন আর মিথ্যে কথা-
যেখানে গড়েছে সিংহাসন সেখানে কাঁদুক সবাই।
আমি কাঁদতে চাইনা।
আমি শুধু তোমাকে চাই।
অত্যন্ত জঘন্যভাবে চাই!
দুনিয়া তলিয়ে যাক সুনামির নিচে!
আমি 'আর্ক অফ নোয়া' হব,
আমি হব যে কোন কিছু তোমার জন্য।
নগন্য হব দাসের মত যদি তুমি চাও,
রাজচক্রবর্তী হতেই পারি, অলক্ষেন্দ্র হব
মেসিডোনিয়ার ডানা ছিঁড়ে প্রেমের অন্ধকারে
যদি তুমি চাও, প্রচন্ড বর্বর হয়ে আমি চেতনা হারাই
দেশে দেশে স্নান করি রক্তধারায়-
তবুও নির্দ্বিধায় দুহাত মেলে আমি তোমাকে চাই!
সমূলে বিনষ্ট হয়ে শুধু তোমাকে চাই!
১৮-৬-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন