কাছে এসো..আজ কিছুটা প্রেম হোক..
ওভাবে কি দেখ?.. হাত ধর...আরেকটু হই ঘনীভূত।..
উশখুশ কর কেন?... গলনাংকে পৌঁছেছে হৃদয় এত অল্পেতেই কি?..
চোখে হোক চোখ দ্রবীভূত... নিশ্বাসের সাথে নিশ্বাস জারিত হতে হয়।...
এত সহজেই কি তরলীকরণ হবে দৃঢ়তম দূরত্বের.. বিনা উত্তাপে?
চলো.. কিছুক্ষণ আরও জ্বলি.. স্ফুটনাংকে জীবন আসুক..
আমাদের হৃৎপিন্ড যেন খুব জোরেশোরে কাঁপে..
কিছু তবে হোক!.. আরেকটু সময় বোসো, তারারা ভাসুক..
ঝিঁঝিঁও ডাকুক কিছু ঝিল্লির ফাঁকে!...
কিছু বোলো না.. না কোন সুর বুদবুদ করে উঠুক.. ফাল্গুনী ঢেউয়ে..
চলো.. আজকে আর ভেসে না যাই এখানে ওখানে.. এটা সেটা গেয়ে..
আজ বরং অন্য কিছু হোক..
আজ বরং মধুক্ষরা চন্দ্রভাগার তীরে এসো.. ধীর পায়ে ধীরে..
শিঞ্জন স্তব্ধ করে এসো.. পাছে ঘাসেরা নিদ্রাভঙ্গে দেখে.. নৌকাবিলাস..
মানুষের আনন্দ আছে মানুষকে ঘিরে.. এটুকু না হয় শুধু তুমি আমি জানি!..
ঘাসেরা অন্যদিন পাবে অবকাশ...
আজকে ঘুমোক।..
১৯-০২-২০১৬
ওভাবে কি দেখ?.. হাত ধর...আরেকটু হই ঘনীভূত।..
উশখুশ কর কেন?... গলনাংকে পৌঁছেছে হৃদয় এত অল্পেতেই কি?..
চোখে হোক চোখ দ্রবীভূত... নিশ্বাসের সাথে নিশ্বাস জারিত হতে হয়।...
এত সহজেই কি তরলীকরণ হবে দৃঢ়তম দূরত্বের.. বিনা উত্তাপে?
চলো.. কিছুক্ষণ আরও জ্বলি.. স্ফুটনাংকে জীবন আসুক..
আমাদের হৃৎপিন্ড যেন খুব জোরেশোরে কাঁপে..
কিছু তবে হোক!.. আরেকটু সময় বোসো, তারারা ভাসুক..
ঝিঁঝিঁও ডাকুক কিছু ঝিল্লির ফাঁকে!...
কিছু বোলো না.. না কোন সুর বুদবুদ করে উঠুক.. ফাল্গুনী ঢেউয়ে..
চলো.. আজকে আর ভেসে না যাই এখানে ওখানে.. এটা সেটা গেয়ে..
আজ বরং অন্য কিছু হোক..
আজ বরং মধুক্ষরা চন্দ্রভাগার তীরে এসো.. ধীর পায়ে ধীরে..
শিঞ্জন স্তব্ধ করে এসো.. পাছে ঘাসেরা নিদ্রাভঙ্গে দেখে.. নৌকাবিলাস..
মানুষের আনন্দ আছে মানুষকে ঘিরে.. এটুকু না হয় শুধু তুমি আমি জানি!..
ঘাসেরা অন্যদিন পাবে অবকাশ...
আজকে ঘুমোক।..
১৯-০২-২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন