একদিন স্বর্গের সুমিষ্ট ফল খেয়ে
খেয়েছিলে সম্ভ্রম একে অপরের, অতঃপর
ভূমিতে পতন, যবনিকাপাত, আদিম উপাখ্যান গেয়ে
বুনেছিলে সংসার অক্ষতযোনি ছিঁড়ে, বেঁধেছিলে ঘর
পুরুষের দম্ভদীপ্ত শিশ্নকে স্তম্ভ করে, দু'টি হাত ধরে দুয়ে
চলেছিলে জলশূন্য মরু, জনহীন ধূসর প্রান্তর
শ্বাপদসংকুল বনতল তুচ্ছ করে ছিলে একসাথে
ছিলে রৌদ্রতপ্ত দিনে, ছিলে মৌসুমী রাতে
ছিলে সঙ্গমরত- ছিল নৈমিত্তিক সমুদ্রমন্থন
অমৃত আশাতে!
যখন হলাহল উঠে এল, বিস্বাদের তীরে বসে
বিষাদিত মনে ডেকে গেলে 'চন্দ্রমৌলীশ্বর'
গরলশমন প্রভু, কন্দর্পের শর-
দগ্ধ কর ত্রিনেত্রের কোপে।
অতঃপর বিধাতার মৌনতা, তবুও
অভ্যস্ত প্রণয়বোধে দেহলতা কাঁপে।
তবুও নারীর চেতনাজুড়ে নর প্রতারক
নরের হৃদয়ে নারী শুধুই ছলনা যেন, অসীম কুহক!
কি করে এমন হল, কার অভিশাপে
কে দেবে উত্তর?
নর ছাড়া কি করে আসত নারী
অথবা নারী ছাড়া নর?
২৯৭১৫
খেয়েছিলে সম্ভ্রম একে অপরের, অতঃপর
ভূমিতে পতন, যবনিকাপাত, আদিম উপাখ্যান গেয়ে
বুনেছিলে সংসার অক্ষতযোনি ছিঁড়ে, বেঁধেছিলে ঘর
পুরুষের দম্ভদীপ্ত শিশ্নকে স্তম্ভ করে, দু'টি হাত ধরে দুয়ে
চলেছিলে জলশূন্য মরু, জনহীন ধূসর প্রান্তর
শ্বাপদসংকুল বনতল তুচ্ছ করে ছিলে একসাথে
ছিলে রৌদ্রতপ্ত দিনে, ছিলে মৌসুমী রাতে
ছিলে সঙ্গমরত- ছিল নৈমিত্তিক সমুদ্রমন্থন
অমৃত আশাতে!
যখন হলাহল উঠে এল, বিস্বাদের তীরে বসে
বিষাদিত মনে ডেকে গেলে 'চন্দ্রমৌলীশ্বর'
গরলশমন প্রভু, কন্দর্পের শর-
দগ্ধ কর ত্রিনেত্রের কোপে।
অতঃপর বিধাতার মৌনতা, তবুও
অভ্যস্ত প্রণয়বোধে দেহলতা কাঁপে।
তবুও নারীর চেতনাজুড়ে নর প্রতারক
নরের হৃদয়ে নারী শুধুই ছলনা যেন, অসীম কুহক!
কি করে এমন হল, কার অভিশাপে
কে দেবে উত্তর?
নর ছাড়া কি করে আসত নারী
অথবা নারী ছাড়া নর?
২৯৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন