পুরস্কার মিলিয়াছে বৈদুর্য্য মুকুট
দারিদ্র্যের শুণ্যপাত্রে কলঙ্কের দান।
অমৃতের সিন্ধুমাঝে পূর্ণ কালকূট
অনন্ত তৃষ্ণার বরে করিয়াছি পান।
অধর্মের রাজদম্ভ ভাঙিয়াছে যেবা-
মহাপ্রাণ, মহানন্দে লুটায়ে জীবন;
মিথ্যুকেরা ডাকিয়াছে সত্যহীন সভা
দ্রোহীর বিচার হবে, হবে প্রহসন!
বিধাতার মৌন হাসি, ধর্মাধর্ম রীতি-
পিশাচপূজার কালে লক্ষ নরবলি
করাল রজনী ভেদি ভয়াল আরতি-
ঐ বাজে বিদীর্ণ প্রাণে আর্তনাদ তুলি।
ধন্য তুমি পৃথ্বী পিয়ে হে শোণিতধার
জনমের উৎসবে মৃত্যু দিলে উপহার!
-@-
শেক্সপীয়রিয়ান সনেট।
- কখকখগঘগঘ চছচছঝঝ
৮৭১৫
দারিদ্র্যের শুণ্যপাত্রে কলঙ্কের দান।
অমৃতের সিন্ধুমাঝে পূর্ণ কালকূট
অনন্ত তৃষ্ণার বরে করিয়াছি পান।
অধর্মের রাজদম্ভ ভাঙিয়াছে যেবা-
মহাপ্রাণ, মহানন্দে লুটায়ে জীবন;
মিথ্যুকেরা ডাকিয়াছে সত্যহীন সভা
দ্রোহীর বিচার হবে, হবে প্রহসন!
বিধাতার মৌন হাসি, ধর্মাধর্ম রীতি-
পিশাচপূজার কালে লক্ষ নরবলি
করাল রজনী ভেদি ভয়াল আরতি-
ঐ বাজে বিদীর্ণ প্রাণে আর্তনাদ তুলি।
ধন্য তুমি পৃথ্বী পিয়ে হে শোণিতধার
জনমের উৎসবে মৃত্যু দিলে উপহার!
-@-
শেক্সপীয়রিয়ান সনেট।
- কখকখগঘগঘ চছচছঝঝ
৮৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন