বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

শ্রীমতির বিলাপ (১)

সখী এ ফণী দংশে নাহি যার অন্তরেতে বাস 
এ দেহ দগ্ধকারী বিষাক্ত বিশ্বাস! 
প্রেমের চাতুর্য্যকলা, মন্মথের ছল, 
সখী এ নাগর জানে ভাল রমণী দুর্বল! 
তাই দিবানিশি বাণ হানে, হানে নাগপাশ; 
দয়িত বরেছি হৃদে করি সর্বনাশ- 
লোককথা তুচ্ছ করি, ত্যাজিয়া সমাজ 
গৃহলক্ষ্মী মাণ ছাড়িয়া নি'নু- 
কুলটার সুখ্যাতি, নিন্দা উপহাস! 
সখী এ গোবিন্দে প্রাণ সঁপি প্রাণ ত্যাজিতে না পারি 
এ পরাণ আমার নাহি জানে দুরাচারী; 
তাই দূরে রহি বিরহে মারে মুখে মৃদুহাস 
আমি অনলে জ্বলিয়া মরি, জ্বলে প্রেম আশ!

১০৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...