বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

উনিশ কুড়ি প্রেম

ভরা বাদলের দিনে একগুচ্ছ গোলাপ কিনে
প্রতীক্ষার মূর্তি হয়ে থাকা,
মাথায় ছাতাটা মেলে অথবা আধভেজা খোলা চুলে
হৃদয়ের গতিবিধি সাবধানে রাখা।
উইমেন্স কলেজ গেটে ছুটির শেষ মিনিটে magnifying চোখে তোমাকেই খোঁজা
এভাবেই খুঁজতে থাকা কালোত্তীর্ণ প্রেম, এভাবেই তিলে তিলে প্রেমটাকে বোঝা!
আঠারো উনিশ কুড়ি এ নিয়মে পার করি, রোজ রোজ অসহায় ভালবাসি বলে
পড়াশোনা ডুবে যায় বন্ধুরা মজা পায়, ভয় পাই- ভাল কোন বর পেলে তুমি যাবে চলে!

একগাদা eve-teaser এর ভীড়ে কোন কবিও যে খুঁজে মরে
কবিতার প্রেরণা কোন সুনয়না নারী
কবিরা তো বোকা হাঁদা, মাথার তালুতে ছ্যাঁদা-
পকেটও রাখতে হয় কিছুটা যে ভারী-
এ বোধ তো তার নেই, তাই তার কেউ নেই,
পার্কে একেলা বসে বিরহের বাদাম চিবোয়
বনলতা সেন কবে ঝরাপাতা হয়ে গেছে,
শুনেছি সে আজকাল ফুটপাতে ময়লা কুড়োয়!

সস্তায় ভালবেসে ওই যারা হেসেহেসে চেঞ্জ করে
যখন যেখানে যায় মন অথবা চোখ
সেখানে প্রেমের অন্ত্যেষ্টিক্রিয়া- সবাই আনন্দে আছে
সভ্যসমাজে কারো নেই কোন শোক।

শেয়ারের বিজনেসে আমরাও গেছি ফেঁসে আমাদের বিনোদন আজ মাংসের রসে
উইমেন্স কলেজ গেটে মাথার হরমোন ঘেঁটে মাংসলোলুপ হয়ে যার দিন কাটে বসে
একদিন সে দেখি বিজয়ী আর সত্যবানের দল
নীতির দম্ভ নিয়ে ছ্যাঁক খেয়ে বেসামাল -
পায় কবির খেতাব, গুণীজনে দেয়। দিনে দিনে
মনে হয় প্রেমটা বিষের মত জীবনটা dull.
কাঙ্ক্ষিত প্রেয়সীর দুহাত না পেয়ে তাই এভাবেই গুনতে থাকা সময়েকে বছর বছর
এভাবেই এলে তুমি আমার বুকের মাঝে, এভাবেই আমাকে তুমি করে দিলে পর!
এভাবেই এসব আঠারো উনিশ কুড়ি তড়পায়
বিকল মাঞ্জা ঘুড়ি মধ্য আকাশে
উইমেন্স কলেজ হয় ধুসর ক্রমান্বয়ে,
তবু পুরাতন গর্ভে প্রেম ফিরে ফিরে আসে।


২৬-৬-১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...