বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

হে দারিদ্র্য

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান 
তুমি মোরে দানিয়াছ পাহাড় সমান- 
জঠরে বিরাট ক্ষুধা, প্রবাসে উপোস 
অসংকোচে মরিবার অদম্য সাহস! 

তুমি মোরে দানিয়াছ বুকভরা গ্লানি, 
ভিক্ষার পাত্র লয়ে ভিক্ষু শূলপাণি 
অন্নপূর্ণার দ্বারে শূণ্যহাতে ফেরে 
নিয়তিরে মানি! 

হে দারিদ্র্য, 
তুমি মোরে শিখায়েছ মান অপমান- 
ত্যাজি দু'হাত পাতিয়া বিনম্র বরাকাঙ্ক্ষা 
অতিদানবের পদে পুষ্পার্ঘ্য দিয়া 
অসত্যের বন্দনা, জয়-গুনগান! 

তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান 
কন্টক-মুকুট জ্বালা, ক্রুশবিদ্ধ শাপ 
জীবিত থাকার দুখ, দীর্ঘ অনুতাপ! 

-*- 
আমার প্রাণের কবির শ্রীচরনে নিবেদন করলাম।
২৭৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...