বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

অনিবেদিত প্রস্তাব (রম্য)

তোমার বিরহে আমি অসহায়, হয়েছি বলির পাঁঠা 
তুমি গো মানিনী হৃদয়হরণী কপালে মেরেছ ঝাঁটা! 
সারাদিন আমি প্রেমে মজে আছি দিনরাত কোন হুঁশ নাই 
তুমি অবহেলে পায়ে দাও ঠেলে ভালবাসা-মুখে দিয়ে ছাই! 

তবুও আমিতো ছাগলের মত খুঁটি বাঁধা আছি তব পায় 
যত দাও তুমি ঘাস খেতে মোরে জেনো প্রিয়া আমি নিরুপায়। 
জানি ওগো জানি তোমার পেছনে ছাগলের দল ভরপুর! 
অনেকের ভীড়ে আমি নগন্য, আছে ধারহীন দুটো শিং ক্ষুর!! 

এত দীনতারে সম্বল করে আমি সাহসে পেতেছি হাত, 
এই হাতে আজ হাত রাখ প্রিয়া, নয়নে নয়নপাত!

১৬৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...