ইতরের দল আতর মাখিয়া সাজিয়া হয়েছে দরবেশ
পুরাণ গন্ধ ভরা জোব্বায় তবে নতুন সং টা বেশ!
হাজার অগুনতি মুরীদেরা আসে ফু পেয়ে তারা দিলখুশ
ঝাঁটার বাতাসে জ্বীনের বাদশা আছর ছাড়িয়া উশখুশ-
হয়ে বোতলবন্দী, বাবার ফন্দি বোঝা কি যে মুশকিল!
মুরীদেরা করে শোকর আদায়, বাবায় বেহেশত করহে নাজিল-
হে দীনের মালিক; বরকত দিক, দিকে দিকে দিক,
দিও হে লম্বা হায়াত
হাদিসের বাণী বাবার কন্ঠে,
কোরানের সুরা আয়াত-
বাবা যাহা বলে তাহাই সত্য ইহাই সহীহ ইসলাম
বাবার নিন্দে কোরনা মুমিন সাবধান করে দিলাম!
৩-৭-১৫
পুরাণ গন্ধ ভরা জোব্বায় তবে নতুন সং টা বেশ!
হাজার অগুনতি মুরীদেরা আসে ফু পেয়ে তারা দিলখুশ
ঝাঁটার বাতাসে জ্বীনের বাদশা আছর ছাড়িয়া উশখুশ-
হয়ে বোতলবন্দী, বাবার ফন্দি বোঝা কি যে মুশকিল!
মুরীদেরা করে শোকর আদায়, বাবায় বেহেশত করহে নাজিল-
হে দীনের মালিক; বরকত দিক, দিকে দিকে দিক,
দিও হে লম্বা হায়াত
হাদিসের বাণী বাবার কন্ঠে,
কোরানের সুরা আয়াত-
বাবা যাহা বলে তাহাই সত্য ইহাই সহীহ ইসলাম
বাবার নিন্দে কোরনা মুমিন সাবধান করে দিলাম!
৩-৭-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন