সারাটা জীবনভর এ খেলাই হয়ত খেলেছি
হেরেছি জিতেছি খুইয়েছি পেয়েছি অনেক
অনেক অনেক দিন চোখের পলক ফেলেছি
এখানে ওখানে এ ফুলে সে ফুলে ভুলে ভুলে
দুলেছি ভ্রমরের মত, ক্ষতবিক্ষত কত না হয়েছি
পথের বিছানো কাঁটা ছোট পায়ে দলে দলে
মাড়িয়েছি এ পাড়া ও পাড়া, শেষে দায়সারা গোছে
এসেছি তোমার ঘরে কাকডাকা রাতভোরে
তোমাকে দিয়েছি ধরা আর তুমি গেলে চলে!
যাবার বেলায় যদি কিছু যেতে বলে
অন্তত দুটো কথা, ভাল থেকো, সুখে থেকো
রোজ চুলে তেল মেখো, আর যে যা বলে-
শুনে যেও চুপ করে, আমি আছি পাশে-
তুমি কেন ভয় পাও অবুঝের মত?
তুমি কেন কেঁপে ওঠ ঝড়ের বাতাসে?
এটুকু আক্ষেপ শুধু রয়ে গেল মনে
যদি কিছু বলে যেতে বিদায়ের ক্ষণে।
অন্তত যদি অতি তুচ্ছতা নিয়ে কিছু
জ্বালা দিতে ঢেলে আমার জীবনে,
কিছুটা নিজেকে মেলে বাঁকা আঁকিকোনে
আমাকে পোড়াতে তুমি যতভাবে পারো
আমি তবু বলতাম, তবু তুমি একবার এই হাত ধরো।
১৪-৬-১৫
হেরেছি জিতেছি খুইয়েছি পেয়েছি অনেক
অনেক অনেক দিন চোখের পলক ফেলেছি
এখানে ওখানে এ ফুলে সে ফুলে ভুলে ভুলে
দুলেছি ভ্রমরের মত, ক্ষতবিক্ষত কত না হয়েছি
পথের বিছানো কাঁটা ছোট পায়ে দলে দলে
মাড়িয়েছি এ পাড়া ও পাড়া, শেষে দায়সারা গোছে
এসেছি তোমার ঘরে কাকডাকা রাতভোরে
তোমাকে দিয়েছি ধরা আর তুমি গেলে চলে!
যাবার বেলায় যদি কিছু যেতে বলে
অন্তত দুটো কথা, ভাল থেকো, সুখে থেকো
রোজ চুলে তেল মেখো, আর যে যা বলে-
শুনে যেও চুপ করে, আমি আছি পাশে-
তুমি কেন ভয় পাও অবুঝের মত?
তুমি কেন কেঁপে ওঠ ঝড়ের বাতাসে?
এটুকু আক্ষেপ শুধু রয়ে গেল মনে
যদি কিছু বলে যেতে বিদায়ের ক্ষণে।
অন্তত যদি অতি তুচ্ছতা নিয়ে কিছু
জ্বালা দিতে ঢেলে আমার জীবনে,
কিছুটা নিজেকে মেলে বাঁকা আঁকিকোনে
আমাকে পোড়াতে তুমি যতভাবে পারো
আমি তবু বলতাম, তবু তুমি একবার এই হাত ধরো।
১৪-৬-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন