শনিবার, ২০ আগস্ট, ২০১৬

তোমার জন্য সূর্য্য ওঠে

আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে,
অনেক অনেক রাত তোমাকে কাটাতে হয় শূণ্যকে আঁকড়ে ধরে,
অনেক অনেক আকাঙ্ক্ষিত সামান্য নিশ্চয়তা বুকে নেই কারো,
আরও দেখ- শ্বাসকষ্ট আক্ষরিকতায়, এমনকি কল্পনার ঘোরে-
দমবন্ধ হাহাকার; একটি দুটি নিঃশ্বাসে তুমি সঙ্গোপনে ছাড়ো-
যে সব অবিমুক্ত দুখের দৃষ্টি- জেনো, আমি সেসবের
খুব বেশী পাশাপাশি আছি!


দেখো এতসব আঁধারের ফাঁড়া উপড়ে পথে তো নেমেছি,
দিশা আজ দেখি বা না দেখি- তবু পথ চলে যায় দিশা ধরে ধরে,
আমরাও জানব না কোনদিন- হয়ত বা একদিন শেষে এসে গেছি
হাত রেখে হাতে, পুরনো অনেক কিছু পুরনোতে ছেড়ে!

কবিতার মত নয় ভালবাসা কারো-
কারো নয় এ জীবন সুরে সুরে গড়া।
সুরগুলো কারও কাছে জীবনের মত
কারো কাছে কবিতারা শুধু প্রেমে পড়া।

আমি জানি, তোমার ভীষণ কষ্ট হচ্ছে,
নোনাজলের বাঁধ কি আর বাইরে ভাঙে যে লোকে দেখবে?
অনেক অনেক বন্যার তোড় জানি তো বইতে হয়,
অনেক কিছুকেই তো না চাইতে ভাসাতে হয় ভাঙনের জেরে!
যতসব না দেখা জলের স্রোত সমুদ্রে মেশে, জেনো-
সে সমুদ্র কোন এক নাবিকের ভোরে
তোমার জন্য চিরকাল সূর্য্যটা ওঠে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...