বঙ্গ-ভরা
বুদ্ধিজীবি, সবাই ভীষণ সমঝদার
রঙ চড়িয়ে থিওরি
হাঁকেন ব্রত তাঁদের দেশোদ্ধার!
আজ দেশটার এই হল
রে, কাল দেশটার ঐ হবে
নিত্য নতুন বয়ান
তাঁদের, বয়ানে দেশ চমকাবে!
যার প্যাঁচটা
সূক্ষ্ম যত তিনি ততই বুদ্ধিধর,
ভাঁড়ের দলও
বুদ্ধি বেচে, পাকাপোক্ত করছে ঘর!
সংখ্যালঘুর পেছন
দিয়ে উপড়ে দিয়ে বাঁশের ঝাড়
স্বান্ত্রী-মন্ত্রী
শান্তিতে খুব, বলতে নেই তা, খবরদার!
ন্যায্য কথা ঝোপ
বুঝে ঝাড়! বস্তুবাদী দিন কানা!
ন্যায়-ধর্মের
ন্যাজ গজেছে, তা দেখানো কার মানা?
যত্রতত্র ন্যাজ
উঁচিয়ে দেশপ্রেমিকের দল ভারী
সব ডিসিশন তাঁরাই
বোঝেন, সরকারী কি দরকারী!
আমরা আছি বুদ্ধু
হাঁদা- হীরার দরে বেগুন খাই
যে দুনিয়ার নুন
খেয়েছি সে দুনিয়ার গুনটা গাই!
দেশে হাজার সোনার
ছেলে তড়িৎকর্মা চমৎকার
সবার অনেক বুদ্ধি
আছে, বুদ্ধি ভরা রিভলবার!
আমিলীগ কি বিম্পি
করে, বেতাল বললে দড়াম ঠুস!
লুটেপুটে খাবার
তালে মায়ে-পোয়ে সমান হুঁশ!
রামপালের-ই
চিন্তা করে অনেক বাবুর কপাল শেষ,
বান্দরবন জ্বলছে
জ্বলুক, সুন্দরবন-ই বাংলাদেশ!
নতুন নতুন
শ্লোগান এসে সব আন্দোলন করছে স্লো
গো ফরোয়ার্ড
সোনার বাংলা যেমন ইচ্ছে তেমন গো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন