বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

অভিনব প্রতিদান

নিভৃতে যখন হারায়ে গিয়াছে আপনার চিরসুন্দর 
কেন বা তখন নদীরা বহিবে, কোকিলও গাহিবে গান? 
কোমল কমল হৃদয় বৃন্তে চালাইয়া ক্রুর খঞ্জর 
কি করিয়া মাগ চিরদিন হাসি, অক্ষত তাজ প্রাণ? 

মিথ্যার দেশে প্রেমের বিলাপ উপহাসে ভরা প্রহসন 
কি করিয়া আর নিজেরে ভোলাই, বড় অশান্ত পোড়ামন। 
সাহসে ছাড়িয়া বক্ষের নিধি সকলি করেছি দান 
জগত দিয়াছে বক্ষের ব্যাধি অভিনব প্রতিদান! 

২১৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...