বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

শঙ্কিত আমি সংশয়ে প্রেম

এত যদি প্রেম ছাইচাপা থাকে 
তবে কিছুটা আগুন জ্বললেও বল ক্ষতি কি? 
যদি সত্যিটা রাখো চিরদিন তুমি আড়ালে 
তবে দেখব আমিও কি করে দিয়েছ ফাঁকি। 

যদি না বলা অনেক অনুভুতি আসে দু'চোখে 
দু'ফোঁটা বৃষ্টি ঝরতেই পারে অকালে। 
আমি তো কখনো বাধা দিইনি তো মেঘমালা 
তুমিই তো এসে ঝামেলাটা শুধু পাকালে! 

সব গান যদি এক সুরে গাঁথা হত 
তবে তুমি চলে যেতে হাজার পৃথিবী দুরে, 
আমি থাকতাম না তো শখের কবিতা লিখে 
আমি বাঁচতাম না তো এত পথ ঘুরে ঘুরে। 

এই একঘেঁয়েমির বহু পুরাতন নগরী 
যদি তুমি বল আমি লিখে দেব এটা রৌদ্রদগ্ধ মরু। 
এই মহাপ্রশস্তা বিরাট পদ্মা নদীটা 
তুমি যদি বল 'অনেকটা ছোট, সুতোর মতন সরু'- 
আমি লিখে দিতে পারি সব। 
যদি প্রেমের আচারে এতটা না হব বোকা 
তবে ভয় পেয়ে যাই একা মাঝরাত্তিরে- 
তুমি এই বুঝি দিলে ধোকা!

৫৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...