বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

আমার মা

একটা পরম প্রাপ্তি, পরম প্রশান্তি 
জনম মরণের পারে চলে যাওয়া অবলীলায় 
এর নাম মোক্ষ, এর নাম মুক্তি, এরই নাম- 
বহুপূণ্যার্জিত স্বরগলাভ। শতধা দুখের তপ্ত ধুলায় 
লুটিয়ে পড়েও মনে হয় কোটি জনমের বাঞ্ছিত বিশ্রাম 
আমি এখনি পেলাম, আমি এইতো পেলাম। 

সে আমার প্রথম প্রেম, 
হিরণ্যগর্ভ থেকে প্রলয় অবধি বিধৃত আশ্রয়, 
আমার অশ্রুর অববাহিকা দু'হাতে অবহেলে নির্ভয়- 
করেছে আমায়, আমার সংসার, যোগ আর ক্ষেম- 
তুলেছে আপন স্কন্ধে কতনা দুঃখ সয়ে, 
সে আমার জীবনে প্রথম ও শেষ প্রেম। 

দশপ্রহরণধারিণীর মত 
রক্ষামূর্তি হয়ে বিনিদ্র রাত দিয়েছে উজাড় করে 
আড়ালে লুকোনো প্রাণঘাতী ক্ষত স্নেহের অমৃতে ধুয়ে 
বেঁধেছিল প্রাণ আমারই মুখ চেয়ে। 
সে আমার প্রাণ, আমার মানসপ্রতিমা নারী 
আমার স্বর্গ, আমার মোক্ষ, আমার জীবনতরী- 
আমার মা, আমার দুখিনী মা।

২৬৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...