হোক কিছু খুনসুটি খুঁটিনাটি ঘাঁটাঘাঁটি
কিছু কথা কাটাকাটি এটা সেটা নিয়ে।
মন নিয়ে কাড়াকাড়ি দুম করে বাড়াবাড়ি
দু'মিনিট ছাড়াছাড়ি কিছু দুরে গিয়ে।
হোক কথা কড়কড়ে দু'চোখে দু'চোখ পুড়ে
তবু শ্রাবণের ঘনঘোরে দুয়ে মিলে থাকা।
পাশে বসে ঘেঁসাঘেঁসি ভুলে গিয়ে রেষারেষি
আমি আছি কোলকাতা তুমি আছ ঢাকা।
কিছু কথা তুমি জানো কিছু কথা আমি জানি
মশারিতে টানাটানি রোজ বারোটার পরে।
আজও আছে মশারিটা ছিঁড়ে গিয়েছিল যেটা
ধুলো জমে পরে আছে এককোনে ঘরে।
আমি ঘরে লুটোপুটি তুমি বেশ পরিপাটি
কিচেনের ঘটি বাটি সব সাজাতে যতনে।
আজও কিছু আছে তার কিছু করি ব্যবহার
আর কিছু হল ছারখার স্বভাবের গুনে।
হোক কিছু অভিমান চিনেমাটি খানখান
কথায় জ্বলুক কান তাতে নেই ক্ষতি।
তবু ভালবাসা জিতে যাক বাজিয়ে বিজয় ঢাক
শ্রীমানেরা ফিরে পাক তাদের শ্রীমতি।
সেই হাসি সেই চলা সুর করে কথা বলা
সারা বাড়ি করে খেলা স্মৃতি মেলে পাখা।
দু'জনে রয়েছি দুরে দু'জন দু'জনে ছেড়ে
আমি আছি কোলকাতা তুমি আছ ঢাকা।
২২৭১৫
কিছু কথা কাটাকাটি এটা সেটা নিয়ে।
মন নিয়ে কাড়াকাড়ি দুম করে বাড়াবাড়ি
দু'মিনিট ছাড়াছাড়ি কিছু দুরে গিয়ে।
হোক কথা কড়কড়ে দু'চোখে দু'চোখ পুড়ে
তবু শ্রাবণের ঘনঘোরে দুয়ে মিলে থাকা।
পাশে বসে ঘেঁসাঘেঁসি ভুলে গিয়ে রেষারেষি
আমি আছি কোলকাতা তুমি আছ ঢাকা।
কিছু কথা তুমি জানো কিছু কথা আমি জানি
মশারিতে টানাটানি রোজ বারোটার পরে।
আজও আছে মশারিটা ছিঁড়ে গিয়েছিল যেটা
ধুলো জমে পরে আছে এককোনে ঘরে।
আমি ঘরে লুটোপুটি তুমি বেশ পরিপাটি
কিচেনের ঘটি বাটি সব সাজাতে যতনে।
আজও কিছু আছে তার কিছু করি ব্যবহার
আর কিছু হল ছারখার স্বভাবের গুনে।
হোক কিছু অভিমান চিনেমাটি খানখান
কথায় জ্বলুক কান তাতে নেই ক্ষতি।
তবু ভালবাসা জিতে যাক বাজিয়ে বিজয় ঢাক
শ্রীমানেরা ফিরে পাক তাদের শ্রীমতি।
সেই হাসি সেই চলা সুর করে কথা বলা
সারা বাড়ি করে খেলা স্মৃতি মেলে পাখা।
দু'জনে রয়েছি দুরে দু'জন দু'জনে ছেড়ে
আমি আছি কোলকাতা তুমি আছ ঢাকা।
২২৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন