বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

এমন দিনে তারে বলা যায় (প্যারডি)

এমন দিনে তারে বলা যায় 
এমন ঘনঘোর বরিষায় 
এমন দিনে শুধু ক্ষিদে পায় 
এমন আষাঢ় ঝড়ে ইলিশ ধরা পরে 
অক্লেশে লালা ঝরে রসনায়! 

সে কথা বুঝিল না কেহ আর 
ব্যার্থ প্রণয়ের সংসার 
দুজনে মুখোমুখি ঝগড়া করে সুখী 
তোমার মুখে কেন এত ধার?       
সমাজ সংসার মিছে সব 
মিছে কিচিমিচি কলরব 
কেবলই ইলিশ দিয়ে উষ্ণ খিচুড়ি খেয়ে 
এমনি দিনটাকে অনুভব 
ঘুমেই মিলিয়ে যাবে আর সব।। 

তাহাতে এ জগতে ক্ষতি কার? 
কি ছিল যাকে তাকে বলবার? 
শ্রাবণগৃহকোনে একদা নিরজনে 
ইলিশ আয়োজন করবার 
গেস্ট ডেকে বানালে গো দরবার!!   

ব্যাকুল বেগে পেটে ক্ষিদে পায় 
ইলিশের পিস পাতে কমে যায় 
কেনগো অকারনে এ ব্যথা দিলে মনে 
রাঁধতে বলেছি তাতে এত দায়?       
এমন দিনে এটা বলা যায়!! 

১৭৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...