জানো বন্ধু?
আমারো ব্যাথা হয়, হৃৎপিন্ডে বিষফোঁড়া
চিনচিনে ব্যাথা হয় যত রাত বাড়ে।
তুমি কি একাই কাঁদো নিশিতে নিদ্রাহারা
আমারো কাঁদতে হয় বেদনার ঘোরে।
জানো বন্ধু?
তোমার আমার মত শখের কবিরা
কতটা মূল্যহীন বিকোয় মুলোর দরে গড়িয়া বাজারে
দিস্তা দিস্তা কত রাতজাগা পাতা কাগজের ঠোঙা হয়
চুলোর আগুনে পোড়ে।
জানো বন্ধু?
আমাদের চালচুলো কিছু নেই, সত্যি কথা
জোরালো গলা আছে ফাঁসিতে ঝোলার।
অশ্রাব্য কর্কশ লাগে উঁচুতলা বাবুদের কাছে
আমরা শুধু বলে যাই, আছে যেটুকু বলার।
জানো বন্ধু?
সত্য বলার এই অসভ্য অপরাধে
আমাদের আরো কত বন্ধু আছে অতীতের জেলে
তুমি কি প্রস্তুত আছ? আমি অপেক্ষায় আছি
দানবের দল এলে দ্বার দেব খুলে।
জানো বন্ধু?
আমাদের বর্তমান বিপন্ন নিদারুন
কিন্তু আমাদের সমাধিক্ষেত্র হবে গৌরবে মহীয়ান
একদা যে হায়েনার দল খেয়ে নেবে প্রাণ
তারাই নামবে পথে দেবে বিজয় শ্লোগান।
জানো বন্ধু?
সভা হবে সারাদিন তিনরাস্তার মোড়ে
যার খঞ্জরে এখনো লেপ্টে আছে আমাদের কলিজার খুন
সে প্রকাশ্যে কাঁদবে জনতার ভীড়ে
জনতাও শিখে নেবে এই অভিনয় গুণ!
আমারো ব্যাথা হয়, হৃৎপিন্ডে বিষফোঁড়া
চিনচিনে ব্যাথা হয় যত রাত বাড়ে।
তুমি কি একাই কাঁদো নিশিতে নিদ্রাহারা
আমারো কাঁদতে হয় বেদনার ঘোরে।
জানো বন্ধু?
তোমার আমার মত শখের কবিরা
কতটা মূল্যহীন বিকোয় মুলোর দরে গড়িয়া বাজারে
দিস্তা দিস্তা কত রাতজাগা পাতা কাগজের ঠোঙা হয়
চুলোর আগুনে পোড়ে।
জানো বন্ধু?
আমাদের চালচুলো কিছু নেই, সত্যি কথা
জোরালো গলা আছে ফাঁসিতে ঝোলার।
অশ্রাব্য কর্কশ লাগে উঁচুতলা বাবুদের কাছে
আমরা শুধু বলে যাই, আছে যেটুকু বলার।
জানো বন্ধু?
সত্য বলার এই অসভ্য অপরাধে
আমাদের আরো কত বন্ধু আছে অতীতের জেলে
তুমি কি প্রস্তুত আছ? আমি অপেক্ষায় আছি
দানবের দল এলে দ্বার দেব খুলে।
জানো বন্ধু?
আমাদের বর্তমান বিপন্ন নিদারুন
কিন্তু আমাদের সমাধিক্ষেত্র হবে গৌরবে মহীয়ান
একদা যে হায়েনার দল খেয়ে নেবে প্রাণ
তারাই নামবে পথে দেবে বিজয় শ্লোগান।
জানো বন্ধু?
সভা হবে সারাদিন তিনরাস্তার মোড়ে
যার খঞ্জরে এখনো লেপ্টে আছে আমাদের কলিজার খুন
সে প্রকাশ্যে কাঁদবে জনতার ভীড়ে
জনতাও শিখে নেবে এই অভিনয় গুণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন