পদ্য লেখেন বদ্যি মশায় -রুগীর মরণ দশা,
পথ্য দিলেন কয়েক পাতা ছন্দে ফন্দে ঠাসা!
দক্ষিণাটাও পেলেন ভাল- অর্ধচন্দ্র দানে,
বদ্যিগিরি চলছে না আর কাব্য গীতির টানে!
গিন্নি রাণী আছেন চটে, ঘরের চালে ফুটো,
দু'বেলা আর পায় না খেতে বাচ্চা-কাচ্চা দু'টো।
কর্তাবাবু আছেন ভালই, পদ্য লেখেন বেশ
পাড়ার লোকে ধন্য বলেন, ধন্য বলা-ই শেষ!
মা লক্ষ্মী গেলেন চলে সরস্বতীর বরে
বৃহস্পতি তুঙ্গে এখন, শনি এলেন ঘরে!
বদ্যি বলেন দারিদ্র্যতা সৎ মানুষের শোভা
মোড়ল বলে, লোকটা ভাল, বড়ই হাবাগোবা!
এই দেশেতে হাবাগোবা-ই ভাল লোকের খ্যাতি
চালাক চতুর আছেন যত সব রাবনের নাতি!
২৩-৮-১৫
পথ্য দিলেন কয়েক পাতা ছন্দে ফন্দে ঠাসা!
দক্ষিণাটাও পেলেন ভাল- অর্ধচন্দ্র দানে,
বদ্যিগিরি চলছে না আর কাব্য গীতির টানে!
গিন্নি রাণী আছেন চটে, ঘরের চালে ফুটো,
দু'বেলা আর পায় না খেতে বাচ্চা-কাচ্চা দু'টো।
কর্তাবাবু আছেন ভালই, পদ্য লেখেন বেশ
পাড়ার লোকে ধন্য বলেন, ধন্য বলা-ই শেষ!
মা লক্ষ্মী গেলেন চলে সরস্বতীর বরে
বৃহস্পতি তুঙ্গে এখন, শনি এলেন ঘরে!
বদ্যি বলেন দারিদ্র্যতা সৎ মানুষের শোভা
মোড়ল বলে, লোকটা ভাল, বড়ই হাবাগোবা!
এই দেশেতে হাবাগোবা-ই ভাল লোকের খ্যাতি
চালাক চতুর আছেন যত সব রাবনের নাতি!
২৩-৮-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন