বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

জিঘাংসা

আমারে করেছ বিধি কাঙ্গালের প্রতিনিধি 
সর্বস্ব কাড়িয়া নিলে বল কিবা দোষে? 
পরাণেরে কোথা বাঁধি জানিতে না পারি যদি 
কেন তব প্রেম আঁখি আরক্তিম রোষে? 
চিরদিন দাস তব নিরবে সয়েছে সব 
দুখের দহনজ্বালা বসি নিরজনে। 
সুখের মোহনরূপে ফেলিয়াছ মোহকূপে 
সে কূপ গরলে ভরা ভাবিনাই মনে। 
জন্মাবধি এ ছলনা ললাটের এ রচনা 
ভাগ্য মানি মৌন রহি তব মুখ চেয়ে। 
তুমিও মৌন আছ নিত্য কত খেলা রচ 
আমিও মত্ত রহি নব ক্রীড়া পেয়ে! 
বোধশুণ্য হয়ে প্রায় দিবানিশি কোথা ধাই 
কি নেশায় মত্ত থাকি দুরাশার ঘোরে! 
আয়ু মোর বহে যায় ভবনদী কুল নাই 
কারে আর কহি বল 'পার কর মোরে'? 
কাঁদিয়া কাঁদিয়া চলি অতীতে কেমনে ভুলি 
তোমারে দিয়াছি সবই সকলি তোমার, 
তুমিও নিদয় হয়ে সুধামাখা কথা কয়ে 
রাশি রাশি বিষভার দিলে উপহার! 
এহেন প্রেমের রীতি এরূপ মধুর প্রীতি 
জানিনাই কোনকালে দয়াসিন্ধু মোর। 
সাধ হয় যাই ছুটি চাপিয়া ধরিব টুটি 
এই লীলা চিরতরে সাঙ্গ করি তোর!!

৯৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...