মনে করে কষ্ট পেওনা, নষ্ট কোর না সময়
সবকিছু আজ তোমারই হয়েছে যা কিছু আমার নয়।
অথচ এসব একদিন মনে হত ধুলো আর মাটি
শান শওকত নশ্বর বলেছিলে, বলেছিলে তুমি-
ভালবাসাটা-ই খাঁটি;
আমৃত্যু টেকে যদি সত্যিই সেটা নিশ্চিত খাঁটি হয়।
আজ ভেবে দেখি কতটুকু তুমি ভালবেসেছিলে
আর কতটুকু ছিল অভিনয়-
ছিল সব ধূসর অতীতে যেখানে হাতে রেখেছিলে তুমি হাত
আজ সেখানে আঁধার ঘন গম্ভীর বরষায় ভেজা রাত
ব্যাথায় থমকে গেছে!
৪-৭-১৫
সবকিছু আজ তোমারই হয়েছে যা কিছু আমার নয়।
অথচ এসব একদিন মনে হত ধুলো আর মাটি
শান শওকত নশ্বর বলেছিলে, বলেছিলে তুমি-
ভালবাসাটা-ই খাঁটি;
আমৃত্যু টেকে যদি সত্যিই সেটা নিশ্চিত খাঁটি হয়।
আজ ভেবে দেখি কতটুকু তুমি ভালবেসেছিলে
আর কতটুকু ছিল অভিনয়-
ছিল সব ধূসর অতীতে যেখানে হাতে রেখেছিলে তুমি হাত
আজ সেখানে আঁধার ঘন গম্ভীর বরষায় ভেজা রাত
ব্যাথায় থমকে গেছে!
৪-৭-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন