বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

ফিরে দেখা

মনে করে কষ্ট পেওনা, নষ্ট কোর না সময় 
সবকিছু আজ তোমারই হয়েছে যা কিছু আমার নয়। 
অথচ এসব একদিন মনে হত ধুলো আর মাটি 
শান শওকত নশ্বর বলেছিলে, বলেছিলে তুমি- 
ভালবাসাটা-ই খাঁটি; 
আমৃত্যু টেকে যদি সত্যিই সেটা নিশ্চিত খাঁটি হয়। 
আজ ভেবে দেখি কতটুকু তুমি ভালবেসেছিলে 
আর কতটুকু ছিল অভিনয়- 
ছিল সব ধূসর অতীতে যেখানে হাতে রেখেছিলে তুমি হাত 
আজ সেখানে আঁধার ঘন গম্ভীর বরষায় ভেজা রাত 
ব্যাথায় থমকে গেছে!

৪-৭-১৫


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...