অনেক মেধাবী রাত অপচয়ে গেছে,
অনেক গরিমা গর্ব খেল অপবাদ এসে-
মানুষকে ভালবেসে, ফুল ও পাখির প্রতি অবিশ্বাস অবহেলা
মানুষকে ভালবেসে- মানুষের দেশে বাস করি
প্রেতাত্মা হয়ে, অশরীরি ব্যাথা কাঁদে বিজন রাত্রিবেলা
মানুষেরা কথা বলে মৃদু মৃদু হেসে
মানুষের বেশে মানুষের আশা নিয়ে মানুষের খেলা-
আমি চুপচাপ দেখি।
মানুষকে ভালবেসে অনেক সাধের নেশা
শুষ্ক পাতার মত ঝরে গেছে, ঝরে গেছে প্রথম চৈত্র দিনে
ঝরে গেছে নতুন পত্রপুট অনেক লজ্জা পেয়ে
মানুষের পৃথিবীটা তাড়াতাড়ি চিনে!
ঝরে গেছে প্রেমরস, মৃত ঝরনা হয়ে পাহাড়ের গায়ে
অনীহার দাগ হয়ে আছে যেন টিকে,
সিঁথির সিঁদুর যেন হিঁদুর মেয়ের মাথে যুগযুগ বয়ে
মরে গেছে আমার প্রণয় কিনে ছলাকলা শিখে
একদিন গভীর গোপনে।
মানুষকে ভালবেসে অবহেলা আকাশ ও নদীকে,
ভুলে যাওয়া কাদামাটি, কাশফুল, উদার ধানের জমি,
কাস্তে কোদাল, চাষের শ্যামল গরু, কঠিন জোয়াল,
শিমের সাজানো খেত, যা কিছু ভুলেই ছিলাম সব-
মনে পড়ে অমানুষ হয়ে, ন্যুব্জ চেতনা ভাঙে অনেক কান্না পেয়ে,
আমার কান্না পায় মানুষেরা হাসে।
১৫-৬-১৫
অনেক গরিমা গর্ব খেল অপবাদ এসে-
মানুষকে ভালবেসে, ফুল ও পাখির প্রতি অবিশ্বাস অবহেলা
মানুষকে ভালবেসে- মানুষের দেশে বাস করি
প্রেতাত্মা হয়ে, অশরীরি ব্যাথা কাঁদে বিজন রাত্রিবেলা
মানুষেরা কথা বলে মৃদু মৃদু হেসে
মানুষের বেশে মানুষের আশা নিয়ে মানুষের খেলা-
আমি চুপচাপ দেখি।
মানুষকে ভালবেসে অনেক সাধের নেশা
শুষ্ক পাতার মত ঝরে গেছে, ঝরে গেছে প্রথম চৈত্র দিনে
ঝরে গেছে নতুন পত্রপুট অনেক লজ্জা পেয়ে
মানুষের পৃথিবীটা তাড়াতাড়ি চিনে!
ঝরে গেছে প্রেমরস, মৃত ঝরনা হয়ে পাহাড়ের গায়ে
অনীহার দাগ হয়ে আছে যেন টিকে,
সিঁথির সিঁদুর যেন হিঁদুর মেয়ের মাথে যুগযুগ বয়ে
মরে গেছে আমার প্রণয় কিনে ছলাকলা শিখে
একদিন গভীর গোপনে।
মানুষকে ভালবেসে অবহেলা আকাশ ও নদীকে,
ভুলে যাওয়া কাদামাটি, কাশফুল, উদার ধানের জমি,
কাস্তে কোদাল, চাষের শ্যামল গরু, কঠিন জোয়াল,
শিমের সাজানো খেত, যা কিছু ভুলেই ছিলাম সব-
মনে পড়ে অমানুষ হয়ে, ন্যুব্জ চেতনা ভাঙে অনেক কান্না পেয়ে,
আমার কান্না পায় মানুষেরা হাসে।
১৫-৬-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন