বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

আধুনিক কবিতার ভাবরাশি

মেঘাচ্ছন্ন মাঠ, কর্দমাক্ত শ্রাবণ আকাশ 
কি সুন্দর শ্যামল গরুগুলি উড়িতেছে মেঘমালা ভেদি 
পাখিরা খাইতেছে ঘাস বনে বনান্তরে 
মন্ডুকের দল গাহিতেছে গান পুস্করিনীর পাড়ে বসি 
আমাদের কবিতার জীর্ণ নগরে! 

-*- 


(সহজবোধ্য ভাষা ও ভাব হইলে তাহা প্রকৃত বা উৎকৃষ্ট কবিতা নহে এতাদৃশ যাহাদের বক্তব্য সেই সকল কবি-বিশেষণাকাঙ্ক্ষীদের প্রতি ইহা উৎষর্গিত হইল!) ১৪৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...