মেঘাচ্ছন্ন মাঠ, কর্দমাক্ত শ্রাবণ আকাশ
কি সুন্দর শ্যামল গরুগুলি উড়িতেছে মেঘমালা ভেদি
পাখিরা খাইতেছে ঘাস বনে বনান্তরে
মন্ডুকের দল গাহিতেছে গান পুস্করিনীর পাড়ে বসি
আমাদের কবিতার জীর্ণ নগরে!
-*-
(সহজবোধ্য ভাষা ও ভাব হইলে তাহা প্রকৃত বা উৎকৃষ্ট কবিতা নহে এতাদৃশ যাহাদের বক্তব্য সেই সকল কবি-বিশেষণাকাঙ্ক্ষীদের প্রতি ইহা উৎষর্গিত হইল!) ১৪৭১৫
কি সুন্দর শ্যামল গরুগুলি উড়িতেছে মেঘমালা ভেদি
পাখিরা খাইতেছে ঘাস বনে বনান্তরে
মন্ডুকের দল গাহিতেছে গান পুস্করিনীর পাড়ে বসি
আমাদের কবিতার জীর্ণ নগরে!
-*-
(সহজবোধ্য ভাষা ও ভাব হইলে তাহা প্রকৃত বা উৎকৃষ্ট কবিতা নহে এতাদৃশ যাহাদের বক্তব্য সেই সকল কবি-বিশেষণাকাঙ্ক্ষীদের প্রতি ইহা উৎষর্গিত হইল!) ১৪৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন