প্রতিদিন ভালবাসি, প্রতিদিন স্বপ্ন
দেখি,
প্রতিদিন উদাস হই, হতাশ হই, প্রতিদিন-
কষ্ট আসে, দৈন্য এসে দগ্ধ করে, অস্থির হই
প্রতিদিন, প্রতিদিন অপেক্ষা করি, প্রতিদিন
সবলে জড়িয়ে ধরি, চুমু খাই, গান গাই, বই-
খাতা ছাতা মাথা ভুলে প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন
আমিতো ভুলেই রই আমার পায়ের নিচে আছে
চোরাবালি, তলিয়ে যাবার ভয় যন্ত্রণাময়!
প্রতিদিন তোমাকে চাই, প্রতিদিন কপালে ছাই-
মেখে থমকে দাঁড়াই, প্রতিদিন দুহাত বাড়াই,
আর দুকদম পেছনে এসে নিজেকে ভোলাই-
জগতের সাতপাঁচ হাবিজাবি কত কি চিন্তা করে
অন্তত প্রতিদিন একবার আমি দুম করে মরে যাই
দপ করে বেঁচে উঠি তোমাকে হাসতে দেখে।
প্রতিদিন গভীর প্রেম, প্রতিদিন কামনার মহাদঁক
দুটো পা আঁকড়ে ধরে, প্রতিদিন তোমাকে দুরে রেখে
বাঁচার চিন্তা হয়, তোমাকে বুকে ধরে বাঁচার
অলঙ্ঘ্য ভয় প্রতিদিন রুটিন মেনে আমারো হয়
আমি কি তবে উন্মাদ হতে চলেছি?
প্রতিদিন ইচ্ছে করে ছুটে যাই এক্ষুনি, প্রতিদিন
বাসর হোক মৌন মধ্যরাতে, প্রতিদিন নিদ্রা যাই
বিনিদ্র জ্যোৎস্নাতে, প্রতিদিন বুকের ব্যাথাটা ভুলে
প্রতিদিন, প্রতিদিন এইভাবে প্রতিদিন আমি
শুধুই তোমাকে চাই, তুমি চাও বা না চাও, প্রতিদিন
দুঃসাহসিক হয়ে আমি তোমার তুমিকে চাই।
তোঁমার আঁচল চাই, চুলের গন্ধ চাই, ক্ষমা চাই
শ্লীলতার বেড়ি ভেঙে প্রতিদিন, তোমাকে-
আঁকতে চাই, তোমাকে লিখতে চাই, তোমাকে
গাইতে চাই আমার ইচ্ছেমত, চেটেপুটে খাই-
বুভুক্ষুর ক্ষুধা নিয়ে, অতৃপ্ত প্রেমের জঠরে পাই
প্রবল প্রেরণা, বল আমি কি উন্মাদ?
প্রতিদিন লজ্জার মাথা খেয়ে, চোখের কান্না ধুয়ে
প্রতিদিন খাবি খাই, ঘাম ছুটে দরদর, বুক কাঁপে জোরে
প্রতিদিন তোমার বাতাস লাগে, জাগে প্রতিদিন
ঘুমহীন ভোরে অনেক স্বচ্ছ আশা অস্বচ্ছ চোখে।
আমার স্বপ্ন এসে দরজাটা নাড়ে, আমি গিয়ে খুলে দিই
প্রতিদিন, কোনদিন দেখিনা তোমাকে!
২১-৬-১৫
প্রতিদিন উদাস হই, হতাশ হই, প্রতিদিন-
কষ্ট আসে, দৈন্য এসে দগ্ধ করে, অস্থির হই
প্রতিদিন, প্রতিদিন অপেক্ষা করি, প্রতিদিন
সবলে জড়িয়ে ধরি, চুমু খাই, গান গাই, বই-
খাতা ছাতা মাথা ভুলে প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন
আমিতো ভুলেই রই আমার পায়ের নিচে আছে
চোরাবালি, তলিয়ে যাবার ভয় যন্ত্রণাময়!
প্রতিদিন তোমাকে চাই, প্রতিদিন কপালে ছাই-
মেখে থমকে দাঁড়াই, প্রতিদিন দুহাত বাড়াই,
আর দুকদম পেছনে এসে নিজেকে ভোলাই-
জগতের সাতপাঁচ হাবিজাবি কত কি চিন্তা করে
অন্তত প্রতিদিন একবার আমি দুম করে মরে যাই
দপ করে বেঁচে উঠি তোমাকে হাসতে দেখে।
প্রতিদিন গভীর প্রেম, প্রতিদিন কামনার মহাদঁক
দুটো পা আঁকড়ে ধরে, প্রতিদিন তোমাকে দুরে রেখে
বাঁচার চিন্তা হয়, তোমাকে বুকে ধরে বাঁচার
অলঙ্ঘ্য ভয় প্রতিদিন রুটিন মেনে আমারো হয়
আমি কি তবে উন্মাদ হতে চলেছি?
প্রতিদিন ইচ্ছে করে ছুটে যাই এক্ষুনি, প্রতিদিন
বাসর হোক মৌন মধ্যরাতে, প্রতিদিন নিদ্রা যাই
বিনিদ্র জ্যোৎস্নাতে, প্রতিদিন বুকের ব্যাথাটা ভুলে
প্রতিদিন, প্রতিদিন এইভাবে প্রতিদিন আমি
শুধুই তোমাকে চাই, তুমি চাও বা না চাও, প্রতিদিন
দুঃসাহসিক হয়ে আমি তোমার তুমিকে চাই।
তোঁমার আঁচল চাই, চুলের গন্ধ চাই, ক্ষমা চাই
শ্লীলতার বেড়ি ভেঙে প্রতিদিন, তোমাকে-
আঁকতে চাই, তোমাকে লিখতে চাই, তোমাকে
গাইতে চাই আমার ইচ্ছেমত, চেটেপুটে খাই-
বুভুক্ষুর ক্ষুধা নিয়ে, অতৃপ্ত প্রেমের জঠরে পাই
প্রবল প্রেরণা, বল আমি কি উন্মাদ?
প্রতিদিন লজ্জার মাথা খেয়ে, চোখের কান্না ধুয়ে
প্রতিদিন খাবি খাই, ঘাম ছুটে দরদর, বুক কাঁপে জোরে
প্রতিদিন তোমার বাতাস লাগে, জাগে প্রতিদিন
ঘুমহীন ভোরে অনেক স্বচ্ছ আশা অস্বচ্ছ চোখে।
আমার স্বপ্ন এসে দরজাটা নাড়ে, আমি গিয়ে খুলে দিই
প্রতিদিন, কোনদিন দেখিনা তোমাকে!
২১-৬-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন