অশ্ববসু ডিম পেড়েছেন আজকে সকালবেলা
পাড়াপড়শি ভীড় জমেছে লোক হয়েছে মেলা।
পুরুষ মানুষ ডিমও পাড়ে! এও আবার হয়?
'কলিকালে অসম্ভব কি?' - বিজ্ঞজনে কয়।
সকাল থেকেই হুঁশ হারিয়ে আছেন অশ্ব-গিন্নী
বদ্যি এসে দেখল নাড়ি 'এটা সেরেই যাবে এমনি।
ভোর রাতেই ডিম পেড়েছেন, ডিমের বরণ লাল
ভাবছে সবাই এর ভেতরে আছে কেমন মাল!
গবেষকের দল এসেছে, তুলছে তারা ছবি
ডিম্ব নিয়ে লিখছে ছড়া, পাড়ার ছোকরা কবি।
ডিমটা নিয়ে কৌতুহলের সীমার অন্ত নাই
এমন ডিমের রহস্য কি সেটাই জানা চাই।
হঠাৎ করেই বিনা তাপে ফেটে উঠল ডিম,
ডিমের ভেতর আঠার মতন সমাজতন্ত্র থিম!
২৩৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন