স্বদেশী খাঁচা ছেড়ে আমি পরবাসী আকাশ চেয়েছি
বিদেশী মেঘের নিচে কি যে সুখ শান্তি ছায়া!
কিন্তু আকাশ থাকলেই কি পাওয়া যায় নিশ্চিন্ত নীড়?
আকাশ থাকলেই কি বেঁচে থাকে ছোট পাখীটির-
বন্দীত্বে বিরাগ আর উড়বার মায়া?
ক্ষুধার বাসনা দুর্বার বড়,
ক্ষুধিত বোঝে না স্বাধীনতা চিরদিন অন্নদাত্রী কিনা!
খাঁচার চাইতে বেশী অনিশ্চিত আকাশ,
হতে পারে সে মহত্তম, অনেকাংশে বড়-
হয়ত অনির্দিষ্টকাল সানন্দে ডানা মেলে মন্দ-দখিণা-
বাতাস কেটে বুকভরে শ্বাস নেয়া যায়!
পেট ভরে না যার কোনদিন ঠিকমতো,
বুক না ভরলে তার কি বা আসে যায়- বলো দেখি!
ভিখিরিকে লিখে দাও সাহারার রাজত্ব পুরো
তারপর চলো বসে কবিতা লিখি-
একদিন সাহারার অধিপতি সাবেক ভিখিরি
বালুকাময় জীবন নিয়ে জান্নাতে গেলো!
বালির প্রাসাদ গড়ে বালির নগরে
জীবনভর জাঁহাপনা শুধু বালি খেলো!
______________________________
যেখানে জীবন অনিশ্চিত, সেখানে রাজা হতেও ভয়!
বিদেশী মেঘের নিচে কি যে সুখ শান্তি ছায়া!
কিন্তু আকাশ থাকলেই কি পাওয়া যায় নিশ্চিন্ত নীড়?
আকাশ থাকলেই কি বেঁচে থাকে ছোট পাখীটির-
বন্দীত্বে বিরাগ আর উড়বার মায়া?
ক্ষুধার বাসনা দুর্বার বড়,
ক্ষুধিত বোঝে না স্বাধীনতা চিরদিন অন্নদাত্রী কিনা!
খাঁচার চাইতে বেশী অনিশ্চিত আকাশ,
হতে পারে সে মহত্তম, অনেকাংশে বড়-
হয়ত অনির্দিষ্টকাল সানন্দে ডানা মেলে মন্দ-দখিণা-
বাতাস কেটে বুকভরে শ্বাস নেয়া যায়!
পেট ভরে না যার কোনদিন ঠিকমতো,
বুক না ভরলে তার কি বা আসে যায়- বলো দেখি!
ভিখিরিকে লিখে দাও সাহারার রাজত্ব পুরো
তারপর চলো বসে কবিতা লিখি-
একদিন সাহারার অধিপতি সাবেক ভিখিরি
বালুকাময় জীবন নিয়ে জান্নাতে গেলো!
বালির প্রাসাদ গড়ে বালির নগরে
জীবনভর জাঁহাপনা শুধু বালি খেলো!
______________________________
যেখানে জীবন অনিশ্চিত, সেখানে রাজা হতেও ভয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন