বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

জানতাম আমি একা

আমি জানতাম আমি হেরে গিয়ে জিতে যাব একদিন 
এবং আমি হেরেই গেলাম, এবং আমি ফিরেই এলাম 
আবার আমার মাঝে! 
আমি জানতাম আমি মরে গিয়ে বেঁচে যাব একদিন 
এবং আমি মরেই গেলাম, দেখো আমি বেঁচেই গেলাম। 
মৃত্যুর পর এ জীবন তো সীমাহীন 
জলহীন প্রান্তর, দেখো আমার দুচোখ শুষ্ক কদর্য খরা 
আমার বুকের হাড়ে পুরাতন ঘুন, আধুনিক জরা- 
প্রেমখ্যাত- আমাকে বাঁচিয়ে রেখেছে প্রতিদিন! 

আমি জানতাম আমি আর কেউ নই, আমি মেঘ নই 
নই আষাঢ় শ্রাবণ অসার বাক্যমালা, নই বৃষ্টির ধারা 
টিনের চালে ঝমঝম ঝমঝম। 
নিঝুম বিনিদ্র রাতে আমি জানি আমি অনাকাঙ্ক্ষিত হব 
একদিন, আমাকে ছাড়াও স্বপ্ন আসবে ভোর রাতে 
নূপুর বাজবে ছমছম ছমছম! 
একদিন ব্রাত্য হব সকল ব্রত ভেঙে আমি জানতাম 
আমি জানতাম একদিন সব ভেঙে আমি গড়ে দেব 
নিঃস্ব হবার নতুন সংবিধান! 
আমি জানতাম আমি একদিন চোখ বুজে সবকিছু সয়ে যাব 
অনেক আলোর ছটা আমার ধানের শীষে, অনেক বিষের দোষে 
আমার স্তব্ধ গান- থমকে যাবে! 

আমি জানতাম সততা ও ব্যার্থতা সমানুপাতিক হবে একদিন 
হৃদয়ের অর্থনীতিতে আমার মূল্য যাবে অনেক তলিয়ে 
এবং আমি অচল হব জড় স্তম্ভের মত, স্ট্যাচু অফ লিবার্টির মত 
যার কোন লিবার্টি নেই দু কথা বলার, দু হাত নাড়িয়ে! 
এভাবেই একদিন দাঁড়াতে হবে মাথা তুলে আমি জানতাম 
এবং আমি দাঁড়ালাম, আমি মাথা তুললাম, এবং আমি বুঝলাম 
আমার আকাঙ্ক্ষা গেছে আমাকে ছাড়িয়ে- 
একদিন আমার অগোচরে একা একা নিঃশব্দ পায়ে! 

আমার কোন দুঃখ নেই, আমার কোন আনন্দ নেই উদ্বেল হবার 
আমি প্রতীক্ষায় আছি কিসের গর্ভে যেন মুক্তি পাবার- 
বহু লগ্ন ধরে একা! 

২৯-৬-১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...