মাগো,
কতদুরে আছি পরে-
একেলা বিজন ঘরে, গভীর রজনী,
পৌষের শুরু, সকালে কুয়াশা ঝরে।
শিউলিও ঝরে ছোট আঙিনায়
দুর পাড়াগাঁয় খেজুরের রস টুপ করে-
পড়ে মাটির কলসে ধীরে,
ভাপা পিঠে আর কেউ করেনা তো
বলেনা তো 'খোকা খা রে।'
কত কি যে খাই, কত কি যে লিখি
কত করি আঁকিবুকি
কর যন্ত্রণা বুকজুড়ে নামে
কত গায়ে কত শিখি।
শরীরে ক্লান্তি নেমে আসে মাগো
জানি তুমিও ক্লান্ত বড়
তবুও বলি মা আরেকটু জাগো
ছেলেটাকে বুকে ধর।
মাগো,
এখানে বিষের আকাশ,
বাতাসে আগুন, আমার চামড়া পোড়ে;
রোদ্দুর দিনে ঘামে নেয়ে এলে
তুমি আঁচলে জড়াতে মোরে।
এই শীতল শান্তি কেউ দিলনা মা
পৃথিবী হিংসার চোটে ঘোরে
অপেক্ষা আমার হয়না তো শেষ
কবে যাব ঐ ক্রোড়ে।
২৮৭১৫
কতদুরে আছি পরে-
একেলা বিজন ঘরে, গভীর রজনী,
পৌষের শুরু, সকালে কুয়াশা ঝরে।
শিউলিও ঝরে ছোট আঙিনায়
দুর পাড়াগাঁয় খেজুরের রস টুপ করে-
পড়ে মাটির কলসে ধীরে,
ভাপা পিঠে আর কেউ করেনা তো
বলেনা তো 'খোকা খা রে।'
কত কি যে খাই, কত কি যে লিখি
কত করি আঁকিবুকি
কর যন্ত্রণা বুকজুড়ে নামে
কত গায়ে কত শিখি।
শরীরে ক্লান্তি নেমে আসে মাগো
জানি তুমিও ক্লান্ত বড়
তবুও বলি মা আরেকটু জাগো
ছেলেটাকে বুকে ধর।
মাগো,
এখানে বিষের আকাশ,
বাতাসে আগুন, আমার চামড়া পোড়ে;
রোদ্দুর দিনে ঘামে নেয়ে এলে
তুমি আঁচলে জড়াতে মোরে।
এই শীতল শান্তি কেউ দিলনা মা
পৃথিবী হিংসার চোটে ঘোরে
অপেক্ষা আমার হয়না তো শেষ
কবে যাব ঐ ক্রোড়ে।
২৮৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন