কভু আশা জাগে, কভু ভেসে যাই দুরাশার স্রোতে
কভু ভেঙে পড়ি, কভু ভুলে যাই হাসি গানে মেতে-
জীবনের গতি কুটিল নিয়তি জটিল গণিতে হাবুডুবু খাই
তবু ডুবে যাই প্রেম রসায়নে প্রাণ নবায়নে ছুরি শানাই-
নির্ভয়ে কাটি সাধের শেকল, নির্ভুল মেলে কিছু ফলাফল
নির্মম চোখে কুয়াশার ধারা, পুষ্পাঞ্জলি ভরা করতল-
দেব আরাধনা প্রহসন লাগে, প্রভু প্রভু বলে চিরক্রন্দন
ব্যার্থতা বাড়ে মনের গভীরে, তলে তলে বাড়ে মোহবন্ধন!
তবু বেঁচে থাকা প্রকৃতির বলে, নিশিদিন ছলে আয়ু বাড়াই
নিজেকে এখনো চিনতে পারিনি, তোমাকে চিনতে কাল কাটাই।
২৩-৬-১৫
কভু ভেঙে পড়ি, কভু ভুলে যাই হাসি গানে মেতে-
জীবনের গতি কুটিল নিয়তি জটিল গণিতে হাবুডুবু খাই
তবু ডুবে যাই প্রেম রসায়নে প্রাণ নবায়নে ছুরি শানাই-
নির্ভয়ে কাটি সাধের শেকল, নির্ভুল মেলে কিছু ফলাফল
নির্মম চোখে কুয়াশার ধারা, পুষ্পাঞ্জলি ভরা করতল-
দেব আরাধনা প্রহসন লাগে, প্রভু প্রভু বলে চিরক্রন্দন
ব্যার্থতা বাড়ে মনের গভীরে, তলে তলে বাড়ে মোহবন্ধন!
তবু বেঁচে থাকা প্রকৃতির বলে, নিশিদিন ছলে আয়ু বাড়াই
নিজেকে এখনো চিনতে পারিনি, তোমাকে চিনতে কাল কাটাই।
২৩-৬-১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন