সস্তা কথার বস্তা ঝাড়িয়া
খেতাব নিয়াছি 'কবি'
যাহা মনে আসে তাহা লিখে যাই
মজা পাই তাতে খুবই!
ছন্দের জ্ঞান ইহলোকে নাই
পরলোকে জানি পাব না
তবুও আমার পাঠক অনেক
পাঠকেরা এত বোঝে না!
আমি কি যে লিখি নিজেই বুঝিনা
পাঠক বুঝিবে কেমনে?
তবুও তো ইহা কবিতাই হয়-
পড়েছিনু ব্যাকরণে!
বানানে আমার বারআনা ভুল
নিন্দুকে করে নিন্দা
ওসবের আমি করিনা পরোয়া
মরি আর থাকি জিন্দা!
রবিঠাকুরের জামানা যে নাই
বেকুবেরা তাহা মানে না,
আমার কবিতা নবযুগবাহী
অধমের দল জানে না!
শ্লীল অশ্লীল- বলে কিছু নাই
কবিতায় চলে ভাব,
সে আবার কিসে কবিতা হইল-
যদি শরীরে না বাড়ে তাপ?
মডার্ন লোকেরা প্রশংসা করে
বাহ! বাহ! কবি বেশ!
পুরান পাপীরা হিংসায় মরে-
আসরটা হল শেষ!
আমার লেখার মাধুরী ইহারা
বুঝিবেনা কোনদিন
সাধু-চলিতের মিশ্রণে ভাষা
হয়েছে নূতনে লীন!
আমি যাহা লিখি তাহাই কবিতা
তাহাই নূতন ছন্দ
চাঁড়ালের দল পিছে ঘুরে সদা
সদা করে গালমন্দ!
ঈশ্বর এই দানবদিগের
বুদ্ধি করহে নাশ,
দিবারাত এরা পেছনে আমার
দিতেছে কেন হে বাঁশ?
৩০৭১৫
খেতাব নিয়াছি 'কবি'
যাহা মনে আসে তাহা লিখে যাই
মজা পাই তাতে খুবই!
ছন্দের জ্ঞান ইহলোকে নাই
পরলোকে জানি পাব না
তবুও আমার পাঠক অনেক
পাঠকেরা এত বোঝে না!
আমি কি যে লিখি নিজেই বুঝিনা
পাঠক বুঝিবে কেমনে?
তবুও তো ইহা কবিতাই হয়-
পড়েছিনু ব্যাকরণে!
বানানে আমার বারআনা ভুল
নিন্দুকে করে নিন্দা
ওসবের আমি করিনা পরোয়া
মরি আর থাকি জিন্দা!
রবিঠাকুরের জামানা যে নাই
বেকুবেরা তাহা মানে না,
আমার কবিতা নবযুগবাহী
অধমের দল জানে না!
শ্লীল অশ্লীল- বলে কিছু নাই
কবিতায় চলে ভাব,
সে আবার কিসে কবিতা হইল-
যদি শরীরে না বাড়ে তাপ?
মডার্ন লোকেরা প্রশংসা করে
বাহ! বাহ! কবি বেশ!
পুরান পাপীরা হিংসায় মরে-
আসরটা হল শেষ!
আমার লেখার মাধুরী ইহারা
বুঝিবেনা কোনদিন
সাধু-চলিতের মিশ্রণে ভাষা
হয়েছে নূতনে লীন!
আমি যাহা লিখি তাহাই কবিতা
তাহাই নূতন ছন্দ
চাঁড়ালের দল পিছে ঘুরে সদা
সদা করে গালমন্দ!
ঈশ্বর এই দানবদিগের
বুদ্ধি করহে নাশ,
দিবারাত এরা পেছনে আমার
দিতেছে কেন হে বাঁশ?
৩০৭১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন