মাকে তুমি সবকিছু বোলো
কিভাবে ভেঙেছে ঘর
কিভাবে উঠেছে ঝড়
কিভাবে এসেছে তরী জলোচ্ছাসে ভেসে
কিভাবে তরীর মাঝি হাঁটু গেড়ে বসে
চেয়েছে দু'হাত, আর কত অপ্রমত্ত রাত
ভালবেসে নির্ঘুম গেছে- মাকে তুমি সবকিছু বোলো।

বোলো- ''সে নাবিক ভাল
হাজার দুখের দরিয়া ধীরে পার হতে পারে।
দুর্দম দুর্লঙ্ঘ্য দুরতিক্রম্য ঢেউ টেনে কোমল পাঁজরে
সে বাইতে পারে মাগো প্রেমের তরণী
অপরাধ নিও নাগো যদি হই মাঝির ঘরণী
কুলীনের মেয়ে হয়ে একটি জনম তরে
খুব বেশী পাপ হবে কি?''