ভালবাসা জয়যুক্ত হোক বিনা ভোটে
অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ভাবে!
ভালবাসা থাকুক স্বৈরতন্ত্রের স্বতন্ত্র কব্জায়
টিকে থাকুক মানুষের প্রাকৃত প্রাণীজ স্বভাবে।
অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ভাবে!
ভালবাসা থাকুক স্বৈরতন্ত্রের স্বতন্ত্র কব্জায়
টিকে থাকুক মানুষের প্রাকৃত প্রাণীজ স্বভাবে।
স্বীকৃতির প্রয়োজন কি? কে কাকে দেবে সেটা?
হই না নির্বাসিত, অনির্বাচিত সমাজের কাছে
ভালবাসায় অভিযুক্ত মহাপরাধে আমৃত্যু লাথি ঝাঁটা
যদি জোটে এই নরকে, তাকেও ভাগ্য মানি!
হই না নির্বাসিত, অনির্বাচিত সমাজের কাছে
ভালবাসায় অভিযুক্ত মহাপরাধে আমৃত্যু লাথি ঝাঁটা
যদি জোটে এই নরকে, তাকেও ভাগ্য মানি!
তবুও ভালবাসা জয়যুক্ত হোক অবশেষে
প্রকাশ্য চুম্বন অথবা ধর্ষণ আমি কোনটার পক্ষে নই!
মানুষের স্বাধিকার স্বাভিমান অক্ষুন্ন থাক অক্লেশে।
পাতার ফাঁকে সূর্য্যের আলোর মত জেগে রই
খুব বেশী রোদ এসে না জ্বালাক সেটাই ভাল,
যতটুকু সাধ্য আছে ততটুকু সই!
প্রকাশ্য চুম্বন অথবা ধর্ষণ আমি কোনটার পক্ষে নই!
মানুষের স্বাধিকার স্বাভিমান অক্ষুন্ন থাক অক্লেশে।
পাতার ফাঁকে সূর্য্যের আলোর মত জেগে রই
খুব বেশী রোদ এসে না জ্বালাক সেটাই ভাল,
যতটুকু সাধ্য আছে ততটুকু সই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন