মাথার পেছনে মাঝেমাঝে আগে যেটা বাসুকীর ফনা মনে হত
একদিন ছোবলের দন্তচিহ্ন বলেছিল- ওটা শঙ্খচূড়,
তখনই জানলাম বিষের কি মানে আছে!
দেখি কি করে নামে,
আগে যাবার পথ আমি না হয় এভাবেই যাব।
যদি সাপ কখনো হতে পারে ফুলের মালার মত
অথবা আমি পন্নগহার কৈলাসাধীশের আশিস ধরতে পারি,
কখনো যদি গরলপায়ী হই- তবে না হয় ফিরে আসব আবার!
একদিন ছোবলের দন্তচিহ্ন বলেছিল- ওটা শঙ্খচূড়,
তখনই জানলাম বিষের কি মানে আছে!
দেখি কি করে নামে,
আগে যাবার পথ আমি না হয় এভাবেই যাব।
যদি সাপ কখনো হতে পারে ফুলের মালার মত
অথবা আমি পন্নগহার কৈলাসাধীশের আশিস ধরতে পারি,
কখনো যদি গরলপায়ী হই- তবে না হয় ফিরে আসব আবার!
কবিতাটি ১২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৪/১০/২০১৬, ০৬:২৬ মি:
প্রকাশের সময়:২৪/১০/২০১৬, ০৬:২৬ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন