চতুর্বিংশতিবর্ষীয়া,
সহসা কটাক্ষবিলাসে হেনেছিল অনঙ্গের তূণ!
জাগিয়াছিল ভাষা অবিকার প্রস্তরের মনে,
প্রেমাভীপ্সা লভিয়াছিল কবিত্বের গুণ।
একদিন দিনমণি বিদায়ের ক্ষণে
বদ্ধকৃতাঞ্জলি হইয়া সে মাগিয়াছে বর
'সংক্ষুব্ধ যৌবনা আমি, ক্ষুধিত অন্তর
তৃপ্ত কর- অধর দংশনে!'
সহসা কটাক্ষবিলাসে হেনেছিল অনঙ্গের তূণ!
জাগিয়াছিল ভাষা অবিকার প্রস্তরের মনে,
প্রেমাভীপ্সা লভিয়াছিল কবিত্বের গুণ।
একদিন দিনমণি বিদায়ের ক্ষণে
বদ্ধকৃতাঞ্জলি হইয়া সে মাগিয়াছে বর
'সংক্ষুব্ধ যৌবনা আমি, ক্ষুধিত অন্তর
তৃপ্ত কর- অধর দংশনে!'
অতঃপর,
সচকিত কবির বক্ষে অলঙ্ঘ্য ঢেউ
সহস্র কবিতা এল, বুঝিল না কেউ!
সচকিত কবির বক্ষে অলঙ্ঘ্য ঢেউ
সহস্র কবিতা এল, বুঝিল না কেউ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন