কদিন না হয় এসো সুগন্ধার পাড়ে
কথা হবে, সন্ধ্যায় বিটপীর ছায়া সুনিবিড়ে
আমি খাঁচা জেনেও তুমি পাখি হয়ে এসো
মুক্তির যাচনা নিয়ে শুধু ভালবেসো।

শূণ্যতায় ভরিয়ে দেব তোমার দু'চোখ
বিমূঢ় প্রেমের রাতে বিমূর্ত শোক
কোন খিন্ন অতীতের পাবে দখিনা বাতাসে
তবুও না হয় তুমি থেকে গেলে পাশে।

তবুও না হয় তুমি বুকে রেখে মাথা
সারারাত কেঁদে গেলে বিরহের গাথা
দেয়া-নেয়া চাওয়া-পাওয়া হিসেব-নিকেশ
এভাবেই রাতটুকু হোক তবে শেষ!

নাই বা পেলাম সেই মধুর বাসর
ঈপ্সিত শিহরণ দু চার প্রহর
তবুও তো নিরজনে ভালবাসা যায়
যদিও আমার চোখে শুধু ঘুম পায়।

থেকে যেও নিরুপমা হাতে রেখে হাত
ভুলে যেও যতটুকু দিয়েছি আঘাত
অথবা যেটুকু দিয়েছ তুমি আমার পাঁজরে
সব আমি ভুলে যাব তোমার আদরে।

শুধু ভালবেসো।