আগুন নিয়ে খেলছি আমি
আগুন বুকে বাঁধছি গান।
আগুন নিয়ে কাটছে জীবন
আগুনে পাই নাড়ীর টান।
নারীও টানে আগুন হয়ে
জ্বলছি আমি হচ্ছি ছাই।
জানি আরো জ্বলতে হবে
তবুও আরো আগুন চাই।
তোমার আগুন আমার আগুন
দ্বিগুণ হলেই ঝড় তুফান।
তবুও জ্বলুক দপদপিয়ে
কয়লা হয়ে নিভুক প্রাণ।
মনের ময়লা পুড়তে হবে
গড়তে নতুন প্রেমের ঘর।
নইলে রে আজ যারাই আপন
তারাই ধীরে হচ্ছে পর।
চলছে চলুক আগুন খেলা
মাভৈঃ রবে দিচ্ছি হাঁক।
ঘোর আঁধারে শ্মশানভুমে
প্রেতের দলে দিচ্ছে ডাক!
ভয় করি না মরতে হবে
মানছি না আর এমনি হার।
আগুন এখন চোখের তারায়
আগুন জ্বালে অশ্রুধার।

আমায় তুমি আগুন দিলে
বুকের ভেতর জ্বলছি তাই।
আরো আগুন দিতেই পারো
তবুও যদি তোমায় পাই!
তাই আগুনও আজ লাগছে ভাল
মিষ্টি লাগে, মধুর খুব।
আগুন যেন শীতল পাথার
দম লাগিয়ে দিচ্ছি ডুব!
এই আগুনে ধন্য আমি
এই আগুনেই পরম সুখ।
এই আগুনেই উদ্ভাসিত
সত্য তোমার চরম মুখ!