আজ কতদিন আমরা নিখোঁজ, সুনির্দিষ্ট পতাকাহীন
সাম্রাজ্য থেকে সাম্রাজ্য গমন, মনস্তত্ব অভ্যন্তরীণ
বিশ্বপ্রমাদে অহর্নিশ জ্বাজ্বল্যমান খাণ্ডবদহন প্রায়,
নিঃস্বরা বোঝে এ পৃথিবী বিপদগ্রস্থ, দুনিয়া নিঃসহায়,
দানবের দাক্ষিণ্যে বাস করে যাবতীয় সুন্দর আশা,
এই যারা জীবিত আছে, তারা জানে রাক্ষসের ভালবাসা
হৃদয়ের চাইতে বেশী ছোটে মাংসল হৃৎপিন্ডের দিকে!

ক্ষুধিত উদর জানে না তো সাহিত্যে ক' সের চাল
কতটা ধর্ম সরাতে পারে কতটা নষ্ট দুষিত জঞ্জাল 
কতটা ভাঙা ঘর সারাতে পারে কত গণতন্ত্রের বুলি
কতটুকু অপবিদ্যা ভরতে পারে কতটা মাথার খুলি
কুবুদ্ধির ঢেঁকি হয়ে আর কে চালাবে আখেরি মসনদ
কাকে আর নির্বাচিত করা যায়, আর কে বদ-সুরত
না-পছন্দ চিরতরে চলে যাবে কুর্নিশ ঠুকে- ঢেঁকির গর্তে?

বেশ আছি সারমেয়র কৌলীন্য ধরে! অহো! কি নির্লজ্জায়-
কি নির্মোহ অভিনয়ে ক্লীবতাকে ধরেছি বিনয়ী সজ্জায়,
পৌরুষের অপ্রতুলতাকে আমরা বলেছি সভ্যতার দাবী
আর যারা যুদ্ধে যায় তাদের বলি- 'তোমরা অবশ্যম্ভাবী
শান্তিকে করছ বিনাশ!' শান্তির জন্য লাথি-ঝাঁটা খেতে হয়,
নইলে যে শান্তি আসে সে শান্তি হয় না তো অত্যন্ত মধুময়,
তোমরা বোঝ না কেন- সারমেয় জীবনের সার্থকতা কিসে?