আবার গড়তে চাই নতুন প্রতিমা আমি
যদিও পঙ্গুত্ব আজ আমার দুহাত জুড়ে অবিনশ্বর
আমি অনুভব করি। অনুভব করি মানবিক পক্ষাঘাত
স্নায়ুকলা ঘিরে ছবি আঁকে- পুরাতন মুখ।
শীল্পির লালিত্যবোধ আর বধির ঈশ্বর
মুখোমুখি দাঁড়িয়ে থাকে। দুজনের অন্তরে গভীর অসুখ
নিরাময় অযোগ্য হয়ে ঘুমিয়ে পড়েছে।
যদিও পঙ্গুত্ব আজ আমার দুহাত জুড়ে অবিনশ্বর
আমি অনুভব করি। অনুভব করি মানবিক পক্ষাঘাত
স্নায়ুকলা ঘিরে ছবি আঁকে- পুরাতন মুখ।
শীল্পির লালিত্যবোধ আর বধির ঈশ্বর
মুখোমুখি দাঁড়িয়ে থাকে। দুজনের অন্তরে গভীর অসুখ
নিরাময় অযোগ্য হয়ে ঘুমিয়ে পড়েছে।
আমার কল্পনারস শুকিয়ে গিয়েছে যেন গোমতীর মত।
এখন বাস্তবের মাটি দিয়ে যে প্রতিমা গড়ি
সেই হোক আরাধ্যা শুধু, পূজারিণী নারী।
এখন বাস্তবের মাটি দিয়ে যে প্রতিমা গড়ি
সেই হোক আরাধ্যা শুধু, পূজারিণী নারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন