আমি তো চাইনি আমাদের ভেতর 'যদি' অথবা 'কিন্তু'র মত কিছু শব্দ আসুক।
আমি চেয়েছিলাম আমরা একে অপরের কাছে হব অসীম অনাবৃত
দুটো হৃদয় দুটো স্বপ্রতিভ নক্ষ্মত্রের মত শূণ্যে ভাসুক।
আমি তো চাইনি কিছু প্রশ্নবোধক চিহ্ন আসুক আমাদের বিশ্বাসে
আমি তো চেয়েছি শুধু বিরাট বিস্ময়বোধে তাকিয়ে থাকতে শুধু চোখের অতলে
হৃৎপিন্ড কাঁপুক সুগভীর নিশ্বাসে যখন আমরা আলিঙ্গনরত নিবিড় বাহুপাশে
কামনার আগুন জ্বলুক আর সূর্য্য ডুবুক!
এখনো তুমিই আছো। যেমন তুমিই ছিলে অনাদৃত রাতে।
এখনো আমিও আছি আগেরই মতন। অথচ হাত নেই হাতে।
আমাকে একটু জড়িয়ে ধরতে পার?
আমি চেয়েছিলাম আমরা একে অপরের কাছে হব অসীম অনাবৃত
দুটো হৃদয় দুটো স্বপ্রতিভ নক্ষ্মত্রের মত শূণ্যে ভাসুক।
আমি তো চাইনি কিছু প্রশ্নবোধক চিহ্ন আসুক আমাদের বিশ্বাসে
আমি তো চেয়েছি শুধু বিরাট বিস্ময়বোধে তাকিয়ে থাকতে শুধু চোখের অতলে
হৃৎপিন্ড কাঁপুক সুগভীর নিশ্বাসে যখন আমরা আলিঙ্গনরত নিবিড় বাহুপাশে
কামনার আগুন জ্বলুক আর সূর্য্য ডুবুক!
এখনো তুমিই আছো। যেমন তুমিই ছিলে অনাদৃত রাতে।
এখনো আমিও আছি আগেরই মতন। অথচ হাত নেই হাতে।
আমাকে একটু জড়িয়ে ধরতে পার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন