সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

আমার চাওয়া

আমি তো চাইনি আমাদের ভেতর 'যদি' অথবা 'কিন্তু'র মত কিছু শব্দ আসুক।
আমি চেয়েছিলাম আমরা একে অপরের কাছে হব অসীম অনাবৃত
দুটো হৃদয় দুটো স্বপ্রতিভ নক্ষ্মত্রের মত শূণ্যে ভাসুক।
আমি তো চাইনি কিছু প্রশ্নবোধক চিহ্ন আসুক আমাদের বিশ্বাসে
আমি তো চেয়েছি শুধু বিরাট বিস্ময়বোধে তাকিয়ে থাকতে শুধু চোখের অতলে
হৃৎপিন্ড কাঁপুক সুগভীর নিশ্বাসে যখন আমরা আলিঙ্গনরত নিবিড় বাহুপাশে
কামনার আগুন জ্বলুক আর সূর্য্য ডুবুক!


এখনো তুমিই আছো। যেমন তুমিই ছিলে অনাদৃত রাতে।
এখনো আমিও আছি আগেরই মতন। অথচ হাত নেই হাতে।


আমাকে একটু জড়িয়ে ধরতে পার?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...