সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

কেন না ভাল তো বেসেছি

জানতেম অন্তিমে ভালবাসাটাই জিতবে।
নিভৃতে ক্রন্দন যাকে মনে হয়েছিল দূরত্ববর্ধক প্রতিভাস
আজ গুমোট সন্ধ্যায় সেটুকুই এনেছে যেটুকু সুহাস
আমাদের মাঝখানে, জানতেম, এটা হতই হত।
কেন না আমরা ভালবেসেছি ও কাঁদতে শিখেছি অদ্রিজার মত
হৃদয়কে রাখিনি অক্ষত সুখের সিন্ধুকে বেঁধে, সংসারের মারণ তূণ শত
বিঁধেছি বুকে পরস্পরলগ্ন মুখের দিকে চেয়ে। কেন না ভাল তো বেসেছি।

যেখানে বেদনা অনভিপ্রেত সেখানে কি সুখ বল? সেখানে কি প্রেম?
যেখানে আঘাত নেই সেখানে কি অনুভব? আমি জানতেম
সবাই হয়ত ভিন্ন কথা-ই বলবে। তবুও আমাদের ছবিগুলো, হৃদয়ের ফ্রেম
অভিন্ন মনস্তত্ত্ব হয়ে টিকে তো যাবেই। কেন না ভাল তো বেসেছি।

যারা কাঁদেনি কোনদিন আষাঢ়ের মত 
তারা কি জানবে বল ভালবাসা কত মানে রাখে?
যারা অনিদ্র রয় নি গো জীবনে অন্তত শতেক যামিনী 
তারা কি জানবে বল অন্ধকার কি করে অন্ধকার আঁকে
চোখের তারায়? আমরা জানি। কেন না ভাল তো বেসেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...