আমাকে তুমি আর কোনদিন আগের মত করে পাবে না।
কি শরীরে, কি মনে। অপ্রকাশিতব্য ভবিষ্যতে মিলনের ক্ষণে
তুমি দেখবে আমি পূর্বেই দংশিত!
অনুদার বুকে দেখবে বেদনা সরীসৃপ শিরশির করে বেয়ে যায় নিলাজ অতীত।
তুমি তাকে রুখতে পারবে না। ছোবলের প্রতিটি চিহ্ন জ্বলবে তখন!
প্রতিটি আঘাত থাকবে অত্যন্ত অবিকৃত,
তুমি দেখে নিও- এ আমার শাপবাক্য! ফলবে সুনিশ্চিত!
কি শরীরে, কি মনে। অপ্রকাশিতব্য ভবিষ্যতে মিলনের ক্ষণে
তুমি দেখবে আমি পূর্বেই দংশিত!
অনুদার বুকে দেখবে বেদনা সরীসৃপ শিরশির করে বেয়ে যায় নিলাজ অতীত।
তুমি তাকে রুখতে পারবে না। ছোবলের প্রতিটি চিহ্ন জ্বলবে তখন!
প্রতিটি আঘাত থাকবে অত্যন্ত অবিকৃত,
তুমি দেখে নিও- এ আমার শাপবাক্য! ফলবে সুনিশ্চিত!
যদি ভালবাসতে জানো তো বেসো!
প্রবল সঙ্গমেচ্ছা বাঁধতে পারো তো বেঁধো নির্বিকার যোগিনীর মত।
অথবা সংক্ষুব্ধ কামনায় দিও আরো কিছু প্রগাঢ় দংশন। হতে পারে বিষে বিষক্ষয়
চেষ্টা করতে পার, সেটা তো দোষের নয়!
প্রবল সঙ্গমেচ্ছা বাঁধতে পারো তো বেঁধো নির্বিকার যোগিনীর মত।
অথবা সংক্ষুব্ধ কামনায় দিও আরো কিছু প্রগাঢ় দংশন। হতে পারে বিষে বিষক্ষয়
চেষ্টা করতে পার, সেটা তো দোষের নয়!
দেখবে আমি ক্রোধিত নাগের মত উন্নীত হয়ে নেই!
আমি স্খলিতবীর্য নিরুত্তাপ আদিম পুরুষ হয়ে নেতিয়ে পড়েছি!
এ আমার অভিশাপ- তুমি রন্ধ্রে রন্ধ্রে পাবে
পাবে বিষজ্বালা সমধিক, যা আমি আজ প্রতিরাত পাই!
আমি স্খলিতবীর্য নিরুত্তাপ আদিম পুরুষ হয়ে নেতিয়ে পড়েছি!
এ আমার অভিশাপ- তুমি রন্ধ্রে রন্ধ্রে পাবে
পাবে বিষজ্বালা সমধিক, যা আমি আজ প্রতিরাত পাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন