বুঝতে পারি না আমি কি বিষ মন্থন করছি
না কি অমৃত মন্থনের আগে যে বিষ ওঠে তাতে চুমুক দিচ্ছি।
শুধু বুঝতে পারি বর্তমানটা বিষময় আর আমি নীলকণ্ঠ নই।
আমি শুধু উদাসী ভৈরব, প্রমত্ত পুরুষ পূর্ণ উন্মীলিত নেত্রে
জগত প্রপঞ্চ দেখছি, সবকিছু স্বপ্নবৎ অস্তিত্ববাচক!
না কি অমৃত মন্থনের আগে যে বিষ ওঠে তাতে চুমুক দিচ্ছি।
শুধু বুঝতে পারি বর্তমানটা বিষময় আর আমি নীলকণ্ঠ নই।
আমি শুধু উদাসী ভৈরব, প্রমত্ত পুরুষ পূর্ণ উন্মীলিত নেত্রে
জগত প্রপঞ্চ দেখছি, সবকিছু স্বপ্নবৎ অস্তিত্ববাচক!
আবার ধ্যানস্থ হব। ত্রিভুবন সংহারক
সে পন্নগ প্রণয়কলা নির্বাসনে দিয়ে উদয়াস্ত হিমবাহে
আমি হব নয়ন অগোচর অগ্নিগর্ভ অদম্য মানব
নিথর প্রকাণ্ড শিলাখন্ডের মত চির অবিচল।
তবে বিষ সহনীয় হবে।
সে পন্নগ প্রণয়কলা নির্বাসনে দিয়ে উদয়াস্ত হিমবাহে
আমি হব নয়ন অগোচর অগ্নিগর্ভ অদম্য মানব
নিথর প্রকাণ্ড শিলাখন্ডের মত চির অবিচল।
তবে বিষ সহনীয় হবে।
তা না হলে এ সমস্ত সায়াহ্ন সময় রণক্ষেত্রের মত রুধির বিধৌত হয়
অরিসংকুল বিমূর্ত যৌবন বিলাপে বিলুপ্ত হয় বিপুল অনলে
সব লাগে অর্থহীন প্রহসন প্রায়, রীতি নীতি ভালবাসা প্রেম ও পূজায়
সব লাগে বিষন্ন বিষাক্ত বিষসঞ্জাত বিপন্ন দ্রব্য যেন অপাঙতেয় আমার ক্ষুধায়!
অরিসংকুল বিমূর্ত যৌবন বিলাপে বিলুপ্ত হয় বিপুল অনলে
সব লাগে অর্থহীন প্রহসন প্রায়, রীতি নীতি ভালবাসা প্রেম ও পূজায়
সব লাগে বিষন্ন বিষাক্ত বিষসঞ্জাত বিপন্ন দ্রব্য যেন অপাঙতেয় আমার ক্ষুধায়!
০৯/০১/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন