খুব বেশী কিছু আমি চাইছি না।
আমাকে শুধু আর একটা বার তোমার প্রেমে পড়তে দাও।
আমি আবারও দেখতে চাই কি করে বিরাট রাত্রি পার হয়ে যায়
অথচ কথা রয়ে যায় অসমাপ্ত অক্লান্ত ও হাস্যমুখর সারাদিন রৌদ্রক্লিষ্ট হয়েও
রাত্রিকে বলি 'বিগতনিদ্রা হও, কিছু কথা বাকী'।
আমাকে শুধু আর একটা বার তোমার প্রেমে পড়তে দাও।
আমি আবারও দেখতে চাই কি করে বিরাট রাত্রি পার হয়ে যায়
অথচ কথা রয়ে যায় অসমাপ্ত অক্লান্ত ও হাস্যমুখর সারাদিন রৌদ্রক্লিষ্ট হয়েও
রাত্রিকে বলি 'বিগতনিদ্রা হও, কিছু কথা বাকী'।
আজ ঘুম পায়!
আর একবার। এ জীবনে অন্তত আর একবার এ সুযোগ দাও।
আমি আবারও তোমার প্রেমে পড়ি। জড়িয়ে ধরি যুগান্তরের প্রেম পিপাসা নিয়ে
প্রথম নারীকে অথবা শুধুই নির্নিমিখ তাকিয়ে থাকি নক্ষত্রের মত চোখে
এক বুক অসভ্য কম্পন ধরে শিষ্টাচার মেনে প্রথম দেখায়- কোন লেকের পাড়ে।
আমি আবারও তোমার প্রেমে পড়ি। জড়িয়ে ধরি যুগান্তরের প্রেম পিপাসা নিয়ে
প্রথম নারীকে অথবা শুধুই নির্নিমিখ তাকিয়ে থাকি নক্ষত্রের মত চোখে
এক বুক অসভ্য কম্পন ধরে শিষ্টাচার মেনে প্রথম দেখায়- কোন লেকের পাড়ে।
চুপিসারে.....
কিছু না গো। চুপিসারে হৃদয় কুঁকড়ে ওঠে।
যা কিছু প্রথম ছিল এক লহমায় আজ তাই যেন অতীতের সফেদ পাতায়
কালি হয়ে ফোটে। যা কিছু হারানো গেল- ফিরে পাওয়া যায়?
যা কিছু প্রথম ছিল এক লহমায় আজ তাই যেন অতীতের সফেদ পাতায়
কালি হয়ে ফোটে। যা কিছু হারানো গেল- ফিরে পাওয়া যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন