সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

যা তা লেখা

লুতুপুতু কবিতার জন্য জীবন আসেনি!
ত্যানা পেঁচানো কথার ঝুড়িতে জীবন অনাহূত!
জীবন এসেছে ঝঞ্জার জন্য।
জীবন এসেছে যুদ্ধের জন্য।
জীবন এসেছে মানুষকে বিভক্ত করার জন্য পুরুষ ও নারীতে,
সঙ্গমে, ধর্ষণে, বিরাগ ও আবাহনে, সে এসেছে বহুভাবে
এইসব ন্যাতানো শিশ্নের মত মানবিক প্রশ্ন শুনতে আসেনি
জীবন এসেছে জন্তুর আত্যন্তিক প্রয়োজনে
লোভে ও ক্ষুধায়, স্বাস্থ্যে ও জরায় জীবন জাগ্রত
লুতুপুতু কবিতা শুনতে সে আসেনি।

সত্য অথবা মিথ্যার তোয়াক্কা করে না সে
বাঁচাটাই মূল্যবান এটুকু মূল্যবোধই জীবন।
রক্তচক্ষু কামনার কাছে সুনীতি মূল্যহীন
এটুকু বুঝে গেলে তবেই জীবন
সার্থক হয়ে ওঠে।

নয়ত কপালে যে জীবন জোটে
সেটা প্রকারান্তরে মৃত্যু সমান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...