সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

মালাটা গেঁথো না (স্মরণীয় কবিতা)

নিদ্রিতা,
চেয়ে দেখো এই পুরুষ কতটা রুক্ষ!
একদিন যে ছিল নতুন পলিমাটির মত,
নবদূর্বাঘাসের মত মাঘের সকালে শিশিরসিক্ত সুন্দর
চেয়ে দেখো, যে ছিল স্থলপদ্মের মত বিকশিত
একদিন, ছিল ইস্পাতবক্ষে তার এক আকাশ অন্তর,
মেঘে মেঘে মন্দ্রিত হত প্রেমকাতরতা তার;
চেয়ে দেখো, আঁখি মেলো নিদ্রিতা
সে এখন জ্যৈষ্ঠের দু'চোখ নিয়ে দুরন্ত দুর্বার
ঘূর্ণি হয়ে ছোটে!

বেলীফুল ফোটে ও ঝরে যায় আজ
মালা গেঁথেও আর কি সুখ পাবে বল?
যে কন্ঠে পড়াতে গেলে সেও যে চলে গেল
হৃদয়কে রেখে সুঁইয়ের ডগায়, মালা গেঁথো না,
সুঁই ধরো না, সে হৃদয় ব্যথা পাবে, সে হৃদয় নচ্ছার
কারো কথা সে শোনে না।

নিদ্রিতা, ভোর হোক।
মালা টা গেঁথো না।
____________

আমার জীবনে এই কবিতাটি বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। এই কবিতার আশির্বাদেই প্রথিতযশা প্রিয় কবি রুদ্র গোস্বামীর সাহচর্য লাভের সুযোগ হল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...