সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

সে কি তুমি বোঝ

ভালবাসো বলেই আঘাতে এত কষ্ট পাই।
ভাল না বেসে যদি একটা চিমটিও দিতে
মাইরি বলছি, দ্বিতীয় কুরুক্ষেত্র বেধে যেত
ঘোর কলিকালে!
শুধু ভালবাসো বলে এত কিছু বলে যাই
নইলে ক্রুরতায় স্তব্ধ হতাম হয়ত, ক্রোধানলে
জ্বালিয়ে দিতাম সব তাণ্ডব আনন্দে।
শুধু ভালবাসো বলে আমি এখনো দাঁড়িয়ে ঠাঁই
মাঝরাত্তিরে, আরো কিছু প্রত্যাঘাত দিতে,
আরো কিছু বিষবাক্য শোনাতে তোমায়-
দু কদম পিছিয়ে গিয়ে আমি দশ পা এগিয়ে আসি,
প্রচণ্ড গর্জনে বলি, "কি প্রচণ্ড ভালবাসি
সে কি তুমি বোঝ?"

২২/০১/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...