সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

যে কারণে মনে থাকব হয়ত

হয়ত চোখের জন্য মনে থাকব।
চোখ দুটো হীরকখন্ডের মত অদাহ্য হবে দগ্ধ হবার দিন
কারণ- হয়ত তারা দেখেছে তোমায়!
হয়ত তারা প্রবালের মত, জলচারী ছিল 
অথচ একদিন তারা হয় জলহীন শুষ্ক পাথর।
আমার দু'চোখ হয়ত তা-ই হবে
এবং আমি মনে থাকব বছর বছর
মানুষের মনে শুধু এ কারণে!
হয়ত।

হৃদয়ের প্রত্নতত্ত্ব সংরক্ষণাগারে বিশেষ কুঠুরি রেখো
জীবন্ত চোখেরা দেখুক মৃত চোখ কেমন প্রেমিক!
কেমন স্থির অকম্প প্রেম সপ্রমাণ হয়ে টিকে আছে
ইতিহাস মুছে গেছে, আজ সেটা ধুলোয় ধূসর
তবু চোখ কিছু কথা বলবে বটেই!

মনে রেখো।
হয়ত এ জন্যই আমি মনে থাকব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...