আমি চেয়েছিলাম তোমার প্রথম ও শেষ হতে
চেয়েছিলাম তুমিই হবে আমার প্রথম ও শেষ।
আজ প্রথমের কথা ছাড়ো!
দুজন দুজনের শেষ হয়েই না হয় হব না নিঃশেষ
এই জনমের মত।
যদি আগামী জনমে আবার আসি
যদি তুমিও আসো,
জানি না সেদিন আমি পুরুষ হব কি না
তুমিও হবে কি না অসামান্যা নারী;
স্বপ্ন দেখতে খরচাপত্র লাগে না যে, তাই দেখি
সে জনমে না হয় হব আমরা প্রথম জুটি
দু'জন দু'জনের।
চেয়েছিলাম তুমিই হবে আমার প্রথম ও শেষ।
আজ প্রথমের কথা ছাড়ো!
দুজন দুজনের শেষ হয়েই না হয় হব না নিঃশেষ
এই জনমের মত।
যদি আগামী জনমে আবার আসি
যদি তুমিও আসো,
জানি না সেদিন আমি পুরুষ হব কি না
তুমিও হবে কি না অসামান্যা নারী;
স্বপ্ন দেখতে খরচাপত্র লাগে না যে, তাই দেখি
সে জনমে না হয় হব আমরা প্রথম জুটি
দু'জন দু'জনের।
এ জনমে কিছুটা আক্ষেপ থাক।
নইলে কবিতা কি দিয়ে লিখব বল,
কিছুটা দীর্ঘশ্বাস নিরবে মুক্তি পাক
নইলে ভাল কি করে বাসব বল
এ জনমে শেষ বারের মত?
নইলে কবিতা কি দিয়ে লিখব বল,
কিছুটা দীর্ঘশ্বাস নিরবে মুক্তি পাক
নইলে ভাল কি করে বাসব বল
এ জনমে শেষ বারের মত?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন