তবুও মৃত্যুর সাথে ঘর বেঁধে অমরত্ব চাই।
সায়ানাইডে চুমুক দিয়ে বলি সুধায় কি সুখ!
আহ! কি সুখ! কি সুখ! কি যে সুখ পাই-
আগুনকে গ্রাস করে জঠরকে বোঝাতে
এর চেয়ে উৎকৃষ্ট জগতে কি ছাই-
আছে ক্রুদ্ধ ক্ষুধায়, এতটা সুলভ!

কলঙ্ককজ্জল মেখে কুন্দ-ধবল মুখে বলি কি অপূর্ব রূপ
কি লাবন্য ছলাৎ ছলাৎ করে লবণাক্ত চোখে,
ঠোঁটকে বলি সরব হতে, হৃদয় সে নিশ্চুপ।
সংসার জানুক সে ধ্যানস্থ আছে
কিন্তু হৃদয় জানুক- সে তো মহাসাগরীয় ঝড়
তীরে এসে বাঁচে!

আহ! কি সুখ! কি সুখ!
প্রাত্যহিক গরলস্নানে, শীতল হই লাভাকুন্ড ফেলে উঠে
ধুয়ে ফেলি যত্ন করে চোখ নাক মুখ।
আরশিকে বলে রাখি 'তুমি বোলো সব ভাল আছে
একটু পুড়েছে শুধু, ব্যস, এইটুক
বাকীটুক দেখে নিও বেদনার কাছে!'

আহ! কি সুখ! কি সুখ!