জিতে গিয়ে হেরে গেলাম।
হারলেই ভাল ছিল অনিন্দিতার কাছে।
কিছুটা নিন্দিত হতাম, সেও শ্রেয় হত।
এখন এই অনাহুত জয়োচ্ছাসে আমি কি নন্দিত
হতে পারি, প্রশ্নটা এসে গেছে ভিখিরির মত
অগুরুত্বপূর্ণ রাতে ফোনের কি প্যাডে!
হারলেই ভাল ছিল অনিন্দিতার কাছে।
কিছুটা নিন্দিত হতাম, সেও শ্রেয় হত।
এখন এই অনাহুত জয়োচ্ছাসে আমি কি নন্দিত
হতে পারি, প্রশ্নটা এসে গেছে ভিখিরির মত
অগুরুত্বপূর্ণ রাতে ফোনের কি প্যাডে!
স্নায়ুতন্ত্রময় যন্ত্রণার মহাণ প্যারেডে
একে একে পা চালিয়ে আসে স্মৃতির খঞ্জর!
আমি যদি পূর্ণোন্মাদ হতাম, সেও ভাল হত
এখন এই মানসিক প্রকৃতিস্থতা কি আমাকে মানাচ্ছে
ভাল এত নষ্টত্বের শেষে? বিরলে অপসৃত
রেতঃস্খলন প্রায় স্বপ্নকে ভালবেসে
যাপিত মরণ, তাতে কি জয়োৎসব?
একে একে পা চালিয়ে আসে স্মৃতির খঞ্জর!
আমি যদি পূর্ণোন্মাদ হতাম, সেও ভাল হত
এখন এই মানসিক প্রকৃতিস্থতা কি আমাকে মানাচ্ছে
ভাল এত নষ্টত্বের শেষে? বিরলে অপসৃত
রেতঃস্খলন প্রায় স্বপ্নকে ভালবেসে
যাপিত মরণ, তাতে কি জয়োৎসব?
হেরে গেলে শান্তি পেতাম!
হেরে গেলে জিতেও যেতাম!
হেরে গেলে জিতেও যেতাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন